Connecting You with the Truth

সাধারণ মানুষ জ্যোতিকা জ্যোতি

jyotika-jyoti-1বিনোদন ডেস্ক:

অভিনেত্রী হলেও জ্যোতিকা জ্যোতির চলাফেরা সাধারণ মানুষের মতোই। তাকে প্রথম দেখে কারোরই বোঝার উপায় নেই তিনি একজন অভিনেত্রী। ভিন্নধর্মী চরিত্রে জ্যোতির জুড়ি মেলা ভার। এবার সত্যি সত্যিই সাধারণ মানুষের বেশে পর্দায় হাজির হবেন জ্যোতিকা জ্যোতি। নাজমুল হাসানের পরিচালনায় সাধারণ মানুষের গল্প নামের একটি এক ঘন্টার নাটকে দেখা যাবে তাকে। এ বিষয়ে জ্যোতি বলেন, ‘নাটকের চরিত্রও তো আসলে সাধারণ মানুষের চরিত্র নিয়েই গড়ে ওঠে। সাধারণ মানুষের সেই চরিত্রটাকেই আমি নাটকে ফুটিয়ে তোলার চেষ্টা করি। কখনো পারি কখনো পারি না।’ এদিকে বেশ কয়েকটি নাটক ও টেলিফিল্মের শ্যুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। তার অভিনীত ধারাবাহিক নাটক ‘চলো হারিয়ে যাই’ প্রতি মঙ্গলবার ও বুধবার রাত ১১:৩০ মিনিটে প্রচারিত হচ্ছে এনটিভিতে। এটি পরিচালনা করেছেন সাইফুল ইসলাম মান্নু। এ ধারাবাহিকটি ছাড়াও তার অভিনীত ধারাবাহিক নাটক জোয়াড়ি প্রচারিত হচ্ছে বৈশাখী টিভিতে, এটিএন বাংলায় প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক ‘দিবানিশি’। এ ছাড়াও একক নাটক অন্তুষ্টি ক্রিয়া, যে চিঠির কোনো ঠিকানা নেই, পরীদের গল্প, জলকন্যা, চেইন ক্যাফে, ভেতর বাহির, বেওয়ারিশ লাশ, ভালোবাসার অনুভূতিসহ বেশ কিছু নাটকে অভিনয় করেন জ্যোতিকা জ্যোতি।

Comments
Loading...