সাভার বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রকে অপহরণ করে মুক্তিপণ দাবি
খাইরুল সিকদার, -আশুলিয়া:
সাভারে বাড়ি থেকে ডেকে নিয়ে মনজুর আলী মুন্না (১৯) নামের এক কলেজ ছাত্র অপহরণ করে মোবাইল ফোনে মুক্তিপণ দাবি করেছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবারটি। অপহৃত নাটোর জেলাধীন গুরুদাসপুরের চন্দপুর অবদা গ্রামের মান্নান আলীর ছেলে।
গত মঙ্গলবার ২৫ আগষ্ট বিকেলে তাকে সাভারের আড়াপাড়া এলাকার জনৈক সামসুল হকের ভাড়া বাড়ি থেকে অপহরণ করে দুর্বৃত্তরা। এব্যাপারে মুন্নার পরিবার সাভার মডেল থানায় একটি অপহরণের অভিযোগ করেছে।
অপহৃত কলেজ ছাত্র মনজুর আলী মুন্না সাভার বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগে পড়ত।
অপহৃত কলেজ ছাত্রের মা জাহান্নারা বেগম জানান, গত ২৫তারিখ বিকেলে তার ছেলেকে আর্টিষ্ট এর কাজ করার কথা বলে সাভার লাইব্রেরীর সামনে ডেকে নেয় কে বা কারা? এরপর থেকে তার ছেলে আর বাসায় ফেরেনি। এঘটনার পর শুক্রবার বিকেলে মোবাইল ফোনে তাদের নিকট তিন লাখ টাকা দাবী করে থাকে অপহরণকারীরা। এসময় টাকা দিতে দেরী হলে বা পুলিশকে জানালে তাকে মেরে ফেলা হবে বলে হুমকি দেয় অপহরণ কারীরা।
সাভার মডেল থানায় জানতে চাইলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান মিয়া প্রতিবেদককে জানান, অভিযোগ পেয়েছি অপহৃত ওই শিক্ষার্থীকে উদ্ধারে পুলিশের সর্বাক্তক চেষ্টা চালিয়ে যাচ্ছে।