সিপিএলে গেইল-সাঙ্গাকারার দলে সাকিব
স্পোর্টস ডেস্ক: ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সাকিব আল হাসানকে দলে নিয়েছে জ্যামাইকা তালাওয়াহস। বাংলাদেশের অলরাউন্ডারের সঙ্গে একই দলে খেলবেন টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় নাম ক্রিস গেইল ও ব্যাটিং কিংবদন্তি কুমার সাঙ্গাকারা।
বৃহস্পতিবার ১ লাখ ১০ হাজার ডলারে সাকিবকে দলে টেনেছে জ্যামাইকা। গেইল পাচ্ছেন ১ লাখ ৬০ হাজার ডলার, সাঙ্গাকারা ১ লাখ ৩০ হাজার ডলার। ৯০ হাজার ডলারে একই দলে আছেন অলরাউন্ডার আন্দ্রে রাসেল। এছাড়াও জ্যামাইকায় সাকিব সতীর্থ হিসেবে পাবেন শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা ও পাকিন্তানের ইমাদ ওয়াসিমকে।
এবার সিপিএলের ক্রিকেটারদের সম্ভাব্য তালিকায় ছিলেন আরও ৬ বাংলাদেশী তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, মস্তÍাফিজুর রহমান, সৌম্য সরকার, মুশফিকুর রহিম ও ইমরুল কায়েস। কিন্তু দল পাননি আর তারা।
২০১৩ সালে প্রথম সিপিএলে বারবাডেজ ট্রাইডেন্টসের হয়ে খেলেছিলেন সাকিব। পরেরবারও খেলার কথা ছিল, কিন্তু বোর্ডের এনওসি সংক্রান্ত ঝামেলায় খেলতে পারেননি। আসছে জুলাইয়ে হওয়ার কথা এবারের সিপিএল।