সিরাজদিখানে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
রোমান হাওলাদার, সিরাজদিখান: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়নে আজ বুধবার দুপুর ২ টায় লিমা মন্ডল (২৫) গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে সিরাজদিখান থানা পুলিশ। সে মধ্য রাজানগর গ্রামের সবুজ মন্ডলের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, লিমা শারিরিক ভাবে অসুস্থ্য ছিল। নিহতের স্বামী দিনমজুরের কাজ করত সংসারে ঘানি টেনে অবশিষ্ট কিছুই থাকতো না। প্রাথমিক ভাবে চিকিতসা গ্রহন করা হয়েছিল। লিমা দির্ঘদীন যাবত স্বামী সহ বাবার বাড়ীতে জীবন যাপন করতো। আজ দুপুরে পেতে প্রচন্ড ব্যাথা সহ্য করতে না পেরে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে।
সিরাজদিখান থানার, এস আই ইলিয়াস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশটি উদ্ধার করে সিরাজদিখান থানায় নিয়ে আসা হয়েছে। ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।