Connecting You with the Truth

সীতাকুণ্ডে দুর্ঘটনায় ছাত্রী আহত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ব্যারিকেড

চট্টগ্রাম প্রতিনিধি:
সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রী আহত হওয়ার ঘটনায় গাড়ি ভাঙচুর ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ব্যারিকেড দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে পুলিশ এসে শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দিলে আধঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
গত কাল সকাল সোয়া ১০টায় সীতাকুণ্ড উপজেলার কেরিআইল এলাকায় এ ঘটনা ঘটে। আহত ছাত্রী বারৈয়ারঢালা ইউনিয়নের কেরিআইল উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। কেরিআইল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রদীপ কুমার নাথ জানান, বুধবার সকালে স্কুলে আসার সময় চট্টগ্রামমুখী একটি কাভার্ডভ্যান ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদিকে এ খবর বিদ্যালয়ে ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ওই কাভার্ডভ্যানটি ভাঙচুর করে। এরপর মহাসড়কে ব্যারিকেড দেয় তারা।
খবর পেয়ে সীতাকুণ্ড থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। শিক্ষার্থীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। হাইওয়ে পুলিশের বারআউলিয়া থানার ওসি মোহাম্মদ ইয়াছিন বলেন, এক স্কুলছাত্রী সড়ক দুর্ঘটনায় আহত হওয়ায় গাড়ি ভাঙচুর করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে তারা মহাসড়কে ব্যারিকেড দেয়। খবর পেয়ে সীতাকুণ্ড থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দেয়।

Comments
Loading...