খেলাধুলা
সুনীল গাভাস্কারের কলাম
স্পোর্টস ডেস্ক:
ক্রিকেট বিশ্বকাপে গ্র“প পর্বেই ইংল্যান্ডের ছিটকে যাওয়ায় আমি অন্তত একটুও অবাক নই। বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজে ভারতকে ওরা যখন হারাল, সেটা দেখে কিছু মানুষ ইংল্যান্ডকে নিয়ে আশাবাদী হয়েছিলেন। তারা বিশ্বাস করেছিলেন, এবার ইংল্যান্ড একটা কিছু করবে। কিন্তু অনেকেই ভুলে গিয়েছিলেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের পর তখনও ভারতের হ্যাংওভার কাটেনি এবং বিশ্বকাপের কথা মাথায় রেখে প্রথম একাদশ কী হবে, সেটাই মূল লক্ষ্য ছিল। ভুবনেশ্বর কুমারের চোট নিয়ে সমস্যাও দলকে সামলাতে হয়েছে। ভাবনা ছিল, ও সত্যিই পুরোপুরি সুস্থ কিনা, ওর চোট সম্পূর্ণ সারবে কি না। এমনকী বিশ্বকাপে ভুবনেশ্বর যে একটা ম্যাচ খেলেছে, সেখানেও ওকে বিবর্ণ দেখিয়েছে। বিশ্বকাপের বাকি ম্যাচে প্রথম একাদশে ও সুযোগ পেলে অবাকই হতে হবে। ইংল্যান্ড হেরে গেল, তা নিয়ে অনেক মতামত উঠে আসছে; কিন্তু কেউই আলোচনা করছেন না, কেন এবার বাংলাদেশ এত ভালো খেলছে! কয়েক বছর আগে আইপিএলের মতো বাংলাদেশও শুরু করেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আইপিএলের মতো সেখানেও বিদেশি ক্রিকেটারদের সুযোগ দেওয়া হয়েছে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি দলে খেলার জন্য। এতে বিদেশি ক্রিকেটাররা একটা ম্যাচে নামার আগে কী করে নিজেদের তৈরি করে, সেটা বাংলাদেশের ক্রিকেটাররা চোখের সামনে দেখার সুযোগ পেয়েছে।
কীভাবে চাপের মুখে ওই সব ক্রিকেটার মাথা ঠাণ্ডা রাখে, সেটাও দেখে শিখেছে। আÍবিশ্বাস কয়েক গুণ বেড়ে গেছে। কয়েকজন বিদেশি ক্রিকেটার সম্পর্কে যে একটা সমীহ, বা ভয়ের ব্যাপার ছিল, সেটাও কেটে গেছে। টি২০ ক্রিকেট একজন ক্রিকেটারকে খানিকটা বেপরোয়াও করে তোলে। বাংলাদেশের ক্রিকেটাররা এখন বুঝে গেছে, আস্কিং রেট একটু বেড়ে গেলেও দু-একটা ওভারে একটু বেশি রান তুলে নিলেই ম্যাচ আয়ত্তে এসে যাবে। ওদের এই পরিবর্তনটা ২০১২ সালের এশিয়া কাপেই দেখা গিয়েছিল। ভারতকে হারিয়ে দিয়েছিল সেবার। ফাইনালে পাকিস্তানের কাছে একটুর জন্য হেরে গিয়েছিল। ওরা একেবারে ফুরফুরে মেজাজে খেলেছিল। কোনও কঠিন পরিস্থিতিতেই ওদের টলানো যায়নি।
এর মধ্যে সাকিব আল হাসান বিশ্বের নানা জায়গায় টি২০ লিগ খেলে বেড়িয়েছে। দলে সেই অভিজ্ঞতাটা ওর হাত ধরেই এসেছে। বাকিরা সেটার ওপর নির্ভর করে এগিয়েছে। গত শুক্রবার ম্যাচের আগে ওরা নিউজিল্যান্ডের বিরুদ্ধে সাতটা ম্যাচ খেলে সাতটাতেই জিতেছিল। সেগুলো সব ক’টাই নিজেদের দেশে হলেও, বাংলাদেশের ক্রিকেটারদের আÍবিশ্বাস আরও বেড়ে যায়। এটা ঘটনা যে, ওরা টেস্ট রেকর্ডটা এখনও ভালো করতে পারেনি, কিন্তু এবারের বিশ্বকাপে ওদের মধ্যে যে আÍবিশ্বাস দেখলাম, সেটা ধরে রাখতে পারলে টেস্টেও ওরা ভালো করবে। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশকে হালকা ভাবে না নিলেই ভালো করবে ভারত। ওরা সবাইকে চমকে দিতেই পারে। টেস্ট খেলিয়ে দেশ হিসেবে আয়ারল্যান্ড আর স্কটল্যান্ডকে স্বীকৃতি দেওয়ার একটা দাবি উঠেছে; কিন্তু বাংলাদেশকে টেস্ট খেলতে দেওয়ার পর যা অভিজ্ঞতা হয়েছে, তা থেকে প্রমাণ হচ্ছে, আইসিসি এবার একটু ধৈর্য ধরলে ভালো করবে। সব আইরিশ ক্রিকেটারই কাউন্টিতে কোনও না কোনও দলের হয়ে খেলে। সেটাও বিদেশি নয়, দেশি ক্রিকেটারের কোটায়। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠবে, তা হলে স্কটল্যান্ড, আয়ারল্যান্ড কেন আলাদা দেশ হিসেবে খেলবে?
ইংল্যান্ড যদি দেখে, স্কটল্যান্ড বা আয়ারল্যান্ডের কোনও ক্রিকেটার ভালো, সরাসরি তাকে দলে নিয়ে নেয়। অন্য দেশ এটা করতে পারে না। অন্য দেশকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করতে হয় বিদেশি ক্রিকেটারকে খেলাতে গেলে। উল্টোটাও হয়। যখন ইংল্যান্ড মনে করে, সেই ক্রিকেটারকে আর দরকার নেই, ছেঁটে ফেলে। সেই ক্রিকেটার আবার সঙ্গে সঙ্গে আয়ারল্যান্ড বা স্কটল্যান্ডের হয়ে খেলতে পারে। যাঁরা নিয়ম-কানুনের দায়িত্বে আছেন, তাদের এই ব্যাপারটার দিকে নজর দেওয়া উচিত।
ব্যাপারটা এখানেই শেষ হয়ে যাচ্ছে না। এর ফলে আইসিসি-তে ইংল্যান্ডের তিনটি ভোট হয়ে যাবে। এমনিতে কোনও দেশের ক্রিকেটার যদি অন্য কোনও দেশের হয়ে খেলতে চায়, তবে চার বছর অপেক্ষা করতে হয়। কিন্তু ইংল্যান্ডের ক্ষেত্রে কিছু উদ্ভট নিয়ম আছে। কারও ঠাকুরদাদা, বা তার বাবা ব্রিটিশ হলেই সে ইংল্যান্ডের হয়ে খেলার যোগ্যতা পেয়ে যায়। এই নিয়মগুলোই ইংল্যান্ডকে আরও সমস্যায় ফেলছে। ওরা সাহসী কিছু সিদ্ধান্ত না নিলে কিন্তু প্রবল প্রত্যাশা নিয়ে খেলতে নেমেও খুব খারাপ ফল করে বিদায় নেবে।
খেলাধুলা
অন্তিম নিদ্রায় শায়িত ফুটবল সম্রাট পেলে
Highlights
২০০ টাকায় দেখা যাবে বিপিএল, টিকিট পাওয়া যাবে বুধবার থেকে
Highlights
ফুটবলের সর্বকালের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় পেলে আর নেই
-
আন্তর্জাতিক8 years ago
গ্রিস প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা
-
আন্তর্জাতিক8 years ago
যুক্তরাষ্ট্রে দুটি বিমানের সংঘর্ষে ৪ জনের মৃত্যু
-
স্বাস্থ্য8 years ago
গলা ব্যথার কারণ ও চিকিৎসা
-
দেশজুড়ে8 years ago
আজ চন্দ্র গ্রহন সন্ধা ৬টা ১২ মিনিট থেকে রাত ৮ টা ৫৯ মিনিট পর্যন্ত
-
বিবিধ9 years ago
আর অটো রিক্সা নয় এবার অবিশ্বাস্য কম দামের গাড়ি!
-
জাতীয়8 years ago
আন্তর্জাতিক নারী দিবস আজ
-
জাতীয়9 years ago
স্বাধীনতা যুদ্ধের পটভূমি ও মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা
-
ফিচার8 years ago
বাংলাদেশের ৬৪ জেলার নামকরণের ইতিহাস