সেরা একাদশে নেই বাংলাদেশ!
ক্রিকেট বিশ্বকাপের আসর শেষে সেরা একাদশের নাম ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল(আইসিসি)। প্রকাশিত এই দলের ১১জনের মধ্যে পাঁচজনই নিউজিল্যান্ডের। তিনজন অস্ট্রেলিয়ার, দুইজন দক্ষিণ আফ্রিকার এবং বাকিজন শ্রীলংকার। আশ্চর্য হলেও সত্যি, ভালো পারফর্মেন্স করেও এই একাদশে স্থান হয়নি একজন বাংলাদেশীরও। এমনকি জায়গা হয়নি ভারত দলের খেলোয়াড়েরও। তবে মূল একাদশে না থাকলেও, এবারের বিশ্বকাপের সেরা ব্যাটসম্যানদের তালিকার নবম স্থানে অবস্থান করছেন বিশ্বকাপে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান মাহমুদুল্লাহ রিয়াদ এবং সেরা উইকেটরক্ষকদের তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন মুশফিকুর রহিম।
বিশ্বকাপের সেরা একাদশ:
১। ব্রেন্ডন ম্যাককালাম(নিউজিল্যান্ড)
২। মার্টিন গাপটিল(নিউজিল্যান্ড)
৩। কুমার সাঙ্গাকারা(শ্রীলংকা) (উইকেটরক্ষক)
৪। স্টিভেন স্মিথ(অস্ট্রেলিয়া)
৫। এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা)
৬। গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া)
৭। কোরি এন্ডারসন (নিউজিল্যান্ড)
৮। ড্যানিয়েল ভেট্টরি (নিউজিল্যান্ড)
৯। মিচেল স্ট্রার্ক (অস্ট্রেলিয়া)
১০। ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড)
১১। মরনে মরকেল(দক্ষিণ আফ্রিকা)।