Connecting You with the Truth

সৈয়দপুরে দুই দিনব্যাপী জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালন

সৈয়দপুর প্রতিনিধি: নীলফামারী সৈয়দপুরে গত দুই দিনব্যাপী সৈয়দপুর উপজেলা চত্বরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালন।
গত ১৪ ও ১৫ জানুয়ারী সৈয়দপুর উপজেলা চত্বওে সৈয়দপুর প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সভাপতিত্বে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত হয়েছে। সমাপনি অনুষ্ঠানের শেষে নীলফামারী-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব শওকত চৌধুরী প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে বিভিন্ন ষ্টল পরিদর্শন করে শিক্ষার মান বৃদ্ধি সহ দেশ ও জাতির উন্নয়নে বক্তব্য রাখেন।এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান জাওয়াদুল হক সরকার,উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোঃ মুসা জঙ্গী,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আজমল হক,সৈয়দপুর রিপোর্টার্স ইউনিটি সভাপতি পিকে সাইদুল ইসলাম,বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রী বৃন্দ।

Comments
Loading...