Connecting You with the Truth

সোনার ঝুমকা নিয়ে উৎফুল্ল জ্যাকলিন

বিনোদন ডেস্ক:nice-jacqueline-fernandez-half-n-half-saree-sashtxey10113-b
অবচেতন মনেই জ্যাকলিন তার কোন এক কালে কিনা সোনার ঝুমকা নিয়ে বেজায় আনন্দিত। আশেপাশের সবাইকে কেবল একটি প্রশ্ন করে বেড়াচ্ছেন, তোমার কি আমার সেই সোনার ঝুমকাটির কথা মনে আছে? এখানেই শেষ নয়, নিজের ফেয়ার রিষ্ট নিয়েও বেজায় খুশী তিনি। কি ঠিক বুঝে উঠতে পারছেন না তো। ভাবছেন এতো রূপসী এক নায়িকার মাথা কি নষ্ট হয়ে গেল। না সম্প্রতি রয় সিনেমার আরও একটি গান প্রকাশিত হল যেখানে এমন রূপেই উপস্থাপন করা হয়েছে। গানটিতে বেশ øিগ্ধ ভাবেই উপস্থাপন করা হয়েছে জ্যাকলিনকে। পুরো গানটিতে সাদা রংয়ের বিভিন্ন প্রিন্টের টপসে হালকা মেকআপেই দেখা যায় তাকে। ‘চিটিয়া কালাইয়া’ গানটিতে কণ্ঠ দিয়েছেন কণীকা কাপুর এবং মিট ব্রোস আঞ্জান। এই সিনেমায় জ্যাকলিন ফার্নান্দেজকে দ্বৈত চরিত্রে দেখা যাবে। এছাড়া সিনেমার প্রধান দুটি চরিত্রে দেখা যাবে অর্জুন রামপাল এবং রণবীর কাপুরকে। সব কিছু ঠিকঠাক থাকলে এ বছরের ১৩ ফেব্র“য়ারি ভিক্রামজিত সিং পরিচালিত ‘রয়’ সিনেমাটি মুক্তি পাবে।

Comments
Loading...