দেশজুড়ে
সোমবার থেকে চট্টগ্রামে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ
চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম মহানগরীতে ব্যাটারিচালিত রিকশা চলাচলের উপর আবারও নিষেধাজ্ঞা দিয়েছে পুলিশ। রিকশা থেকে ব্যাটারি খুলে ফেলতে চালক ও মালিকদের তিনদিন অর্থাৎ আগামীকাল রবিবার (২২ মার্চ) পর্যন্ত সময় দেয়া হয়েছে। এরপর সোমবার থেকে পুলিশ নগরীতে ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে অভিযানে নামার ঘোষণা দিয়েছে। গত বৃহস্পতিবার নগর পুলিশ কমিশনার আব্দুল জলিল মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব সিদ্ধান্ত হয়। সভায় নগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, রিকশাচালক-মালিক সংগঠনের নেতারা, বিআরটিএ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন, অর্থ ও ট্রাফিক) একেএম শহীদুর রহমান বলেন, হাইকোর্ট থেকে ছয় মাসের একটা অনুমতির কারণে ব্যাটারিযুক্ত রিকশা চলাচলের অনুমতি দেয়া হয়েছিল। সেই অনুমতির মেয়াদ ১৫ মার্চ শেষ হয়েছে। নতুন করে কোন অনুমতি তারা আনতে পারেন নি। এজন্য সোমবার (২৩ মার্চ) থেকে ব্যাটারিযুক্ত রিকশা চলবে না।
নগর পুলিশের উপ কমিশনার (ট্রফিক-উত্তর) মাসুদ-উল-হাসান বলেন, রিকশার চালক ও মালিকদের রবিবারের মধ্যে তাদের রিকশার ব্যাটারি খুলে ফেলতে বলা হয়েছে। সোমবার থেকে রাস্তায় ব্যাটারিচালিত রিকশা দেখলে উচ্ছেদ করা হবে।
গত ৩ জুলাই ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে ব্যাটারি ও ইঞ্জিনচালিত রিকশা চলাচল বন্ধের বিষয়ে নির্দেশনা দেন হাইকোর্ট। ৩১ আগস্ট থেকে চট্টগ্রামে ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদে অভিযান শুরু করে জেলা ও পুলিশ প্রশাসন, সিটি করপোরেশন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। ১১ সেপ্টেম্বর হাইকোর্ট পরবর্তী ছয় মাস তাদের সংগঠনের রিকশা চলাচলে বাধা সৃষ্টি না করতে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র, জেলা প্রশাসক, নগর পুলিশের কমিশনার ও ট্রাফিক পুলিশের উপকমিশনারকে নির্দেশ দেন। এরপর আবারও ব্যাটারিচালিত রিকশা চলাচল স্বাভাবিক হয়।
-
আন্তর্জাতিক8 years ago
গ্রিস প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা
-
আন্তর্জাতিক8 years ago
যুক্তরাষ্ট্রে দুটি বিমানের সংঘর্ষে ৪ জনের মৃত্যু
-
স্বাস্থ্য8 years ago
গলা ব্যথার কারণ ও চিকিৎসা
-
দেশজুড়ে8 years ago
আজ চন্দ্র গ্রহন সন্ধা ৬টা ১২ মিনিট থেকে রাত ৮ টা ৫৯ মিনিট পর্যন্ত
-
বিবিধ9 years ago
আর অটো রিক্সা নয় এবার অবিশ্বাস্য কম দামের গাড়ি!
-
জাতীয়8 years ago
আন্তর্জাতিক নারী দিবস আজ
-
জাতীয়9 years ago
স্বাধীনতা যুদ্ধের পটভূমি ও মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা
-
ফিচার8 years ago
বাংলাদেশের ৬৪ জেলার নামকরণের ইতিহাস