Connecting You with the Truth

স্ট্রিট ফাইটার রণবীর

বিনোদন ডেস্ক:05_ranibir
মুম্বই বলিপাড়ায় বহু প্রতীক্ষিত ‘বম্বে ভেলভেট’-এর দেখা নেই। বদলে দেখা মিলল ছবিতে রণবীর কাপুরের ফার্স্ট লুকের এক ঝলক। এ ছবিতে রণবীরের চরিত্র এক বক্সারের। সে আবার স্ট্রিট ফাইটারও। এতদিন মোটামুটি তাকে রোম্যান্টিক ইমেজেই বেশি দেখা গেছে। এরকম হটকে রোলে কেমন দেখতে লাগবে রণবীরকে এ জল্পনা ছিল বলিউডের সর্বত্র। অবশেষে দেখা গেল অনুরাগ কাশ্যপের জনি বলরাজ রণবীরকে। জ্ঞান প্রকাশের বই ‘মুম্বই ফেবলস’ অবলম্বনে তৈরি হয়েছে এ ছবি। পঞ্চাশ এবং ষাটের দশকের মুম্বইয়ের ছবি উঠে এসেছে সে কাহিনীতে। পর্দায় রণবীরের চালচলন, পোশাক আশাকেও তাই থাকবে পুরোনো দিনের মেজাজ। ছবিতে রণবীরের সঙ্গে দেখা যাবে অনুষ্কা শর্মা, করণ জোহর, কে কে মেনন প্রমুখ। ছবি মুক্তি পাওয়ার কথা চলতি বছরের মে মাসে।

Comments
Loading...