হরতাল অবরোধে দিশেহারা সবজিচাষিরা
মিঠাপুকুর প্রতিনিধি, রংপুর:
টানা অবরোধ-হরতালে উৎপাদিত ফসল নিয়ে বিপাকে পড়েছে রংপুরের কৃষকরা। কঠোর পরিশ্রম, উচ্চমূল্যে রাসায়নিক সার ব্যবহার করে ফসল ফলানো হলেও ক্রেতা সঙ্কটে পড়ে বড় অংকের লোকসানের আশঙ্কা করছেন তারা।
জানা যায়, স্থানীয় বাজারে সবজির চাহিদা না থাকায় ন্যায্যমূল্য হতে বঞ্চিত হচ্ছে কৃষকরা। স্থানীয় বাজারে ফুলকপি ৫ টাকা, বাঁধাকপি ৪ টাকা, আলু ৪ টাকা, টমেটো ৬ টাকা দরে বিক্রি হচ্ছে। উৎপাদন খরচের তুলনায় বাজার দর অতি স্বল্প হওয়ায় ভাড়া ও আড়ৎ খরচ দিয়ে মূলধন নিয়ে বাড়িতে ফিরতে পারছেন না কৃষকরা।
রংপুর মিঠাপুকুরের কৃষক রাশদুল ইসলাম, ইদ্রিস জব্বারের সাথে কথা হলে উদ্বেগ ও হতাশা ফুটে ওঠে তাদের চোখ মুখ থেকে। তারা জানান, আশানুরূপ ফলন হলেও ক্রেতা সঙ্কটের কারণে সঠিকমূল্য পাচ্ছে না, যা বিক্রি করছেন ভ্যানভাড়া ও খরচ যোগাতে সবটা ফুরিয়ে যাচ্ছে। এ অবস্থা চলতে থাকলে পথে বসতে হবে তাদের, অন্যদিকে আলুচাষিরাও হতাশায় ও দুশ্চিন্তায় রয়েছেন, চলতি আলু মৌসুমে হরতাল অবরোধ চলতে থাকলে আলু নিয়েও বিপাকে পড়তে হবে চাষিদের। রংপুরের কাঁচামাল ব্যবসায়ী আমিরুল ইসলাম জানান, টানা হরতাল-অবরোধের কারণে পণ্য পরিবহন পাওয়া কঠিন হয়ে পড়েছে, পরিবহন ভাড়া বৃদ্ধি আরো সমস্যার সৃষ্টি করেছে।
রংপুরের পরিবহনচালক ইলিয়াছ জানান, হরতালে গাড়ি নিয়ে বের হলে সহিংসতার শিকার হতে হয়, জীবনের ঝুঁকিও থাকে। আর এ লোকসান পুষিয়ে নিতেই ভাড়া দ্বিগুণ নেয়া হচ্ছে ।