Connecting You with the Truth

হাজার বছর পুরনো বৌদ্ধমূর্তির ভিতরে মমি

image_118804_0আন্তর্জাতিক ডেস্ক:

সাধনায় মগ্ন সন্ন্যাসীর সমাধি! হাজার বছর ধরে ধ্যানস্থ। পৃথিবীর কোনও প্রলয় তার ধ্যান ভঙ্গ করতে পারেনি। আজও তিনি ধ্যানমগ্ন। চিনে মাটির তলায় পাওয়া একটি প্রায় হাজার বছরের প্রাচীন ধাতব বৌদ্ধ মূর্তির সিটি স্ক্যান করতেই চমকে ওঠেন প্রতœতত্ববিদেরা। মূর্তির ভিতরে রয়েছে একটি বৌদ্ধ সন্ন্যাসীর মমি। স্ক্যানে স্পষ্ট বোঝা যাচ্ছে, ওই সন্ন্যাসীর ধ্যানমগ্ন অবস্থাতেই সমাধি হয়। তারপর সন্ন্যাসীর দেহের উপরেই বিভিন্ন ধাতু দিয়ে মূর্তি তৈরি করা হয়। বৌদ্ধ মূর্তিটি গত বছর নেদারল্যান্ডসের একটি মিউজিয়ামে রাখা ছিল। গবেষকদের সন্দেহ হয়, মূর্তিটির ভিতর কিছু একটা রয়েছে। কৌতুহল নিরসনেই সম্প্রতি মূর্তিটি নেদারল্যান্ডসের অ্যামার্সফুর্ট মেডিক্যাল সেন্টারে সিটি স্ক্যান করা হয়। স্ক্যানেই রহস্যের সমাধান হয়। হাজার বছরের প্রাচীন ও মূর্তির মধ্যে রয়েছে এক ধ্যানমগ্ন সন্ন্যাসী। বৌদ্ধ ধর্মের ইতিহাসবিদরা জানাচ্ছেন, মূর্তির মধ্যে পাওয়া সমাধিস্থ বৌদ্ধ সন্ন্যাসীর নাম লিউকুয়ান। চীনের একটি মেডিটেশন স্কুলের শিক্ষক ছিলেন। তার মৃত্যু হয়েছিল ১১০০ এডি-তে। চলতি মে থেকে ওই বৌদ্ধ মূর্তি রাখা হচ্ছে হাঙ্গেরির ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে।

 

Comments
Loading...