দেশজুড়ে
রংপুর হারাগাছে গভীর রাতে আ’লীগ নেতার মাইক্রোবাসে দূর্বৃত্তদের আগুন

রংপুর হারাগাছে গভীর রাতে আ’লীগ নেতার ভাড়ায় চালিত মাইক্রোবাসে আগুন দিয়ে পুড়িয়ে দেয় দূর্বৃত্তরা।
কাউনিয়া প্রতিনিধি, রংপুর: রংপুর হারাগাছ পৌরসভার সারাই আমবাগানে এক আ’লীগে নেতার ভাড়ায় চালিত একটি মাইক্রোবাসে (খুলনা মেট্রো-গ-১১০২৯৭) আগুন দিয়েছে দূর্বৃত্তরা। গত রবিবার রাত ৩ টার দিকে পৌরসভার ৫ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মো. মোত্তাফিকুর রহমান (মানিক) এর বাড়ি সংলগ্ন গ্যারেজে এ ঘটনা ঘটে।
মোত্তাফিকুর রহমানের ছোট ভাই মো. মোত্তালিবুর রহমান রতন জানান, ওই দিন রাত সাড়ে ১১ টার দিকে আমাদের বাড়ির সামনের খোলা গ্যারেজে রেখে যার যার ঘরে ঘুমাতে যাই। পরে রাত ৩ টার দিকে প্রচন্ড আকারে বিকট শব্দ হলে বাসার সকলে উঠে দেখি যে গাড়িতে আগুন লেগেছে। তখন আমারে চিৎকারে এলাকাবাসী ছুটে আসে। সকলে আগুন নেভানোর চেষ্টা করি ও ফায়ার সার্ভিসে খবর দেই। পড়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রনে আনে। তিনি আরো জানান, মাইক্রোবাসের ইঞ্জিনসহ সামনের যন্ত্রাংশ নষ্ট হয়ে প্রায় তিন লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে। মাইক্রোবাস ব্যবসায়ী যারা আছেন তাদের মধ্য থেকে কেউ এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে মনে করেন স্থানীয় এলাকাবাসী।
আ’লীগ নেতা মোত্তাফিকুর রহমান(মানিক) জানান, শত্রæতা মূলক এ ঘটনা ঘটানো হয়েছে। মাইক্রোবাস ভাড়াদেয়া অন্য ব্যবসায়ীরা এলাকার মাদকসেবীদের দিয়ে এ ঘটনা ঘটাতে পারে।
ফায়ার সার্ভিসের কর্মী শাহিন খান জানান, আগুন লাগার সংবাদ পেয়ে আমরা দ্রæত সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রন করি। ততক্ষণে গাড়ির ইঞ্জিনসহ বেশ কিছু যন্ত্রাংশ পুড়ে যায়।
কাউনিয়া থানার অফিসার ইনচার্জ এ.বি.এম জাহিদুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এব্যাপারে থানায় সুনির্দিষ্ট কারো নামে মামলা হয়নি। তারা একটি সাধারন ডায়েরি(ডায়েরি নং-৬২৪) নথিভূক্ত করেছেন। আমরা অপরাধীদের চিহ্নিত করতে তদন্ত করছি।
Highlights
লালমনিরহাটে টাখনুর নিচে প্যান্ট ঝুলে থাকায় বর্বরোচিত হামলা, আহত ৭
দেশজুড়ে
বৃহৎ চরাঞ্চলে জাপা সেক্রেটারির একক প্রার্থীতা ঘোষণা
দেশজুড়ে
শেরপুর জেলা আওয়ামী লীগের বিক্ষোভ-সমাবেশ
-
আন্তর্জাতিক8 years ago
গ্রিস প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা
-
আন্তর্জাতিক8 years ago
যুক্তরাষ্ট্রে দুটি বিমানের সংঘর্ষে ৪ জনের মৃত্যু
-
স্বাস্থ্য8 years ago
গলা ব্যথার কারণ ও চিকিৎসা
-
দেশজুড়ে9 years ago
আজ চন্দ্র গ্রহন সন্ধা ৬টা ১২ মিনিট থেকে রাত ৮ টা ৫৯ মিনিট পর্যন্ত
-
বিবিধ9 years ago
আর অটো রিক্সা নয় এবার অবিশ্বাস্য কম দামের গাড়ি!
-
জাতীয়8 years ago
আন্তর্জাতিক নারী দিবস আজ
-
জাতীয়9 years ago
স্বাধীনতা যুদ্ধের পটভূমি ও মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা
-
ফিচার8 years ago
বাংলাদেশের ৬৪ জেলার নামকরণের ইতিহাস