হিজবুল্লাহর হামলায় দুই ইসরায়েলি সেনাসহ নিহত ৩
হিজবুল্লাহ ও ইসরায়েলি সেনাদের মধ্যে গোলা বর্ষণে দুই ইসরায়েলি সেনা ও জাতিসংঘের একজন স্প্যানিশ শান্তিরক্ষী নিহত হয়েছেন। বুধবার লেবানন সীমান্তে সংঘটিত এ খণ্ডযুদ্ধ দুপক্ষের ২০০৬ সালের লড়াইয়ের পর সবচেয়ে সহিংস সংঘর্ষের ঘটনা। লেবানন সীমান্তের কাছে ইসরায়েলি সীমানায় দেশটির সামরিক বাহিনীর একটি বহরকে লক্ষ্য করে হিজবুল্লাহ বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে ইসরায়েলি ওই সেনারা নিহত হন। এ হামলায় আরো সাত সেনা আহত হয়েছেন। এর প্রতিক্রিয়ায় দক্ষিণ লেবাননে ইসরায়েল পাল্টা বিমান হামলা ও গোলাবর্ষণ করলে স্পেনের ওই শান্তিরক্ষী নিহত হন বলে জাতিসংঘ মুখপাত্র ও স্পেনের কর্মকর্তারা জানিয়েছেন। হিজবুল্লাহ জানিয়েছে, দক্ষিণ লেবাননে নিয়োজিত তাদের একটি বিগ্রেড হামলাটি চালিয়েছে। ১৮ জানুয়ারি দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলায় বেশ কয়েকজন হিজবুল্লাহ সদস্য ও এক ইরানি জেনারেল নিহত হয়েছিলেন। ওই হামলার প্রতিশোধ হিসেবেই ইসরায়েলি সেনাদের ওপর হিজবুল্লাহ হামলাটি চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। হিজবুল্লাহর হামলার পর ইসরায়েলি নিরাপত্তা প্রধানদের সঙ্গে বৈঠকের আগে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, “আজকের হামলার জন্য দায়ীদের পূর্ণ মূল্য দিতে হবে।”