হিলিতে ইয়াবাসহ তিন যুবক আটক
রাসেল হাসান, হিলি: হিলি সীমান্তের বুয়ালদাড় গ্রামে গতকাল শনিবার ভোররাতে ইয়াবা কেনা বেচার সময় অভিযান চালিয়ে ১৩৫ পিছ ইয়াবাসহ এক বিক্রেতা ও দুই ক্রেতাসহ তিন যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতরা হলেন উপজেলার বোয়ালদাড় গ্রামের তছলিম উদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক (২০), নীলফামারী জেলার ডিমলা উপজেলার মাষ্টারপাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে মনির হোসেন (২০) এবং বগুড়ার আশুলিয়ার দক্ষিন চৌরাস্তা গ্রামের মৃত জালাল আহম্মেদের ছেলে আব্দুর রহিম সুমন (১৯)।
বিজিবি বাসুদেবপুর ক্যাম্প কমান্ডার সুবেদার সিরাজুল ইসলাম জানান, সীমান্তের বোয়ালদাড় নামক গ্রামে ইয়াবা কেনা বেচা হচ্ছে এমন সংবাদ পেয়ে শনিবার ভোররাতে ওই গ্রামের আব্দুর রাজ্জাকের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় হাতে নাতে ১৩৫ পিছ ইয়াবাসহ আব্দুর রাজ্জাককে ও ইয়াবা কিনতে আসা মনির হোসেন ও আব্দুর রহিম সুমন নামের ওই দুই যুবককে আটক করা হয়েছে। পরে তাদের ইয়াবাসহ হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে। এঘটনায় বিজিবি বাদী হয়ে মামলা দায়ের করেছে বলে তিনি জানিয়েছেন।