হিলিতে কমেছে পেঁয়াজের দাম
অবশেষে পেঁয়াজের ঝাঁঝ কমেছে। আমদানি বেশি হওয়ায় হিলি স্থলবন্দরের পাইকারি বাজারগুলোতে এক দিনের ব্যবধানে কেজিতে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত কমেছে পেঁয়াজের দাম। মঙ্গলবার বন্দরে প্রতি কেজি পেঁয়াজ ৬৫ থেকে ৭০ টাকা দরে বিক্রি হলেও আজ বুধবার বিক্রি হচ্ছে ৫২ থেকে ৫৫ টাকা দরে। হিলি কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি সপ্তাহে চার দিনে এ বন্দর দিয়ে ৬৬ টি ট্রাকে ৯’শ ৯০ মেট্রিক টন পেঁয়াজ বন্দরে প্রবেশ করেছে।
বাংলাদেশেরপত্র/এডি/আর