Connecting You with the Truth

হিলি স্থলবন্দরে প্রানি সম্পদ কোয়ারেনটাইন অফিসের উদ্বোধন

hilli

লুৎফর রহমান, ভ্রাম্যমাণ প্রতিনিধি, হাকিমপুর: দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানীকৃত প্রাণী ও প্রানিজ পণ্য আমদানীতে প্রানী রোগ পরীক্ষা-নিরিক্ষার জন্য হিলি স্থলবন্দরে প্রানিসম্পদ কোয়ারেনটাইন অফিসের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় মৎস্য ও প্রানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এম,পি ফিতা কেটে ও ফলক উম্মচন করে থানা রোডে দ্বিতল ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে কোয়ারেনটাইন অফিসের সভা কক্ষে দিনাজপুর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু রায়হান মিয়ার সভাপতিত্বে এক আলোচনা সভা অুষ্ঠিত হয়।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, স্বপন কুমার পাল উপ পরিচালক প্রাণিসম্পদ বিভাগ রংপুর, শংকর কুমার বসাক জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহারুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান আকরাম হোসেন মন্ডল, আওয়ামী কৃষক লীগের কেন্দ্রীয় সদস্য ও সাবেক পৌর মেয়র মো. কামাল হোসেন রাজ, বাংলাদেশ আওয়ামীলীগ হাকিমপুর উপজেলা ভারপ্রাপ্ত সভাপতি আল হাজ্ব এমদাদুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান  মো. শাহিনুর রেজা শাহিন,  সাংগঠনিক সম্পাদক মো. প্রতাব মল্লিক, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. হারুন উর রশিদ হারুন প্রমুখ।

জানাগেছে, গরু, ছাগল, মুরগী ও মুরগীর বাচ্চাসহ যে সমস্ত প্রাণীজ পণ্য হিলি স্থলবন্দর দিয়ে আমদানী করা হবে আমদানী করা ওইসব পন্যের রোগ-তত্ব পরীক্ষা-নিরিক্ষা করে ছাড়পত্র দেয়া হবে প্রানিসম্পদ অধিদপ্তরের প্রানিরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রন প্রকল্পের আওতায় পরিচালিত এই অফিসটির মাধ্যমে।

Comments
Loading...