খুলনা
হেযবুত তওহীদের উদ্যোগে খুলনায় গত সোমবার ২২ ফেব্রুয়ারি জনসচেতনতা মুলক পথসভা অনুষ্ঠিত হয়েছে
হেযবুত তওহীদের উদ্যোগে খুলনায় গত সোমবার ২২ ফেব্রুয়ারি জনসচেতনতা মুলক পথসভা অনুষ্ঠিত হয়েছে । খুলনা নগরীর নতুন রাস্তা মোড়ে এই পথসভা অনুষ্ঠিত হয় । পথসভায় হেযবুত তওহীদের মাননীয় এমাম হোসাইন মোহাম্মাদ সেলিম এর ভিডিও আলোচনা প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শনীর মাধ্যমে জঙ্গিবাদ, সন্ত্রাস, ধর্মব্যবসার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান হয় ।সভায় বক্তব্য রাখেন খন্দকার খায়রুল আজম তিনি বলেন মানুষ আজ এতটাই আত্মাহীন ও আত্মকেন্দ্রিক হয়ে পড়েছে যে, যে যাকে যেভাবে পারছে প্রতারণা করে, পদপিষ্ঠ করে নিজের স্বার্থ চরিতার্থ করছে। মানুষের চারপাশে এমন একটি জিনিসও অবশিষ্ট নেই যাতে মিথ্যা মিশ্রিত নেই। বাতাস, পানি পর্যন্ত বিষাক্ত হয়ে গেছে। ন্যূনতম মনুষ্যত্ব না থাকায় তারা খাদ্যে বিষ মেশাচ্ছে, ঔষধে পর্যন্ত ভেজাল দিচ্ছে। তারা এমন এক দানবে পরিণত হয়েছে যে চার বছরের শিশুও তাদের হাত থেকে রেহাই পাচ্ছে না। শান্তি রক্ষার জন্য বিভিন্ন সংস্থা তৈরি করে, বিভিন্ন নামে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আধুনিক অস্ত্র-শস্ত্র ও প্রযুক্তিতে সমৃদ্ধ হয়ে আপ্রাণ চেষ্টা করা হচ্ছে। একটার পর একটা আইন করে, জীবন-ব্যবস্থা পরিবর্তন করা হচ্ছে কিন্তু কিছুতেই বন্ধ করা যাচ্ছে না হত্যা, ধর্ষণ, বেকারত্ব, রাজনৈতিক হানাহানি, দারিদ্র্য, সন্ত্রাস ও যুদ্ধের তা-ব। একটি সমস্যারও সমাধান হচ্ছে না, বরং দিন দিন নতুন নতুন সমস্যায় আক্রান্ত হচ্ছে মানুষ। এর মূল কারণ হচ্ছে স্রষ্টার দেওয়া জীবনব্যবস্থা প্রত্যাখ্যান করে পশ্চিমা সভ্যতা দাজ্জালের চাপিয়ে দেওয়া নীতি-নৈতিকতাহীন বস্তুবাদী সিস্টেম মানুষ তাদের জাতীয় জীবনে প্রতিষ্ঠা করেছে। এছাড়াও ব্রিটিশদের তৈরি ষড়যন্ত্রমূলক শিক্ষাব্যবস্থার কারণেই আমাদের মাঝে তৈরি হয়েছে নানা রকম অনৈক্য আর বিভেদ, ঘোটে চলেছে নানামুখী দাঙ্গা-সংঘাত। তাই আমাদের সকল বিভেদ ভুলেগিয়ে ঐক্যবদ্ধ হতে হবে,আমাদের ঐক্যবদ্ধ হতে হবে ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে।সেখানে উপস্থিত ছিলেন খালিশপুর পয়েন্টের আমীর জামাল হাওলাদার,কবির হোসেন,মোশারেফ হোসেন এবং অনুষ্ঠান সার্বিক পরিচালনা করেন মোঃ রবিউল ইসলাম ।
জে-থার্টিন/বিপি
Highlights
কলারোয়ায় বিলুপ্তির পথে ইতালি নগরের সুবিখ্যাত টালি শিল্প
খুলনা
২৩ কেজি ওজনের এক মাছের দাম ৮ লাখ টাকা!
খুলনা
খুলনা-সাতক্ষীরা মহাসড়কে তিন চাকার যান চলাচল প্রতিরোধে পুলিশিং সমাবেশ
-
আন্তর্জাতিক8 years ago
গ্রিস প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা
-
আন্তর্জাতিক8 years ago
যুক্তরাষ্ট্রে দুটি বিমানের সংঘর্ষে ৪ জনের মৃত্যু
-
স্বাস্থ্য8 years ago
গলা ব্যথার কারণ ও চিকিৎসা
-
দেশজুড়ে9 years ago
আজ চন্দ্র গ্রহন সন্ধা ৬টা ১২ মিনিট থেকে রাত ৮ টা ৫৯ মিনিট পর্যন্ত
-
বিবিধ9 years ago
আর অটো রিক্সা নয় এবার অবিশ্বাস্য কম দামের গাড়ি!
-
জাতীয়8 years ago
আন্তর্জাতিক নারী দিবস আজ
-
জাতীয়9 years ago
স্বাধীনতা যুদ্ধের পটভূমি ও মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা
-
ফিচার8 years ago
বাংলাদেশের ৬৪ জেলার নামকরণের ইতিহাস