Connecting You with the Truth

হোয়াটসঅ্যাপে অপমান করায় সৌদি নারীকে ৭০ বেত্রাঘাত

urlআন্তর্জাতিক ডেস্ক:

হোয়াটস অ্যাপে এক পুরুষকে অপমান করায় সৌদি আরবে এক নারীকে ৭০ বেত্রাঘাতের নির্দেশ দিয়েছে। আদালত একই সঙ্গে ওই নারীকে ২০ হাজার সৌদি রিয়াল জরিমানাও করেছে। সোমবার সৌদি সংবাদমাধ্যম দৈনিক ওকাজ এ তথ্য জানিয়েছে। পত্রিকাটি জানায়, ৩২ বছরের ওই নারী হোয়াটসঅ্যাপে ওই পুরুষের সঙ্গে বাদানুবাদে জড়ানোর পর আদালতে সাইবার অপরাধের অভিযোগ দায়ের করা হয়। এতে দাবি করা হয়, ওই নারী পুরুষটিকে অপমান করেছেন। তবে তাদের মধ্যে কী নিয়ে বাদানুবাদ হয়েছে কিংবা কিভাবেই বা অপমান করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। অভিযোগ প্রমাণিত হওয়ায় সৌদি অপরাধ বিষয়ক আদালত আল কাতিফ ওই নারীকে ৭০ বেত্রাঘাত ও ২০ হাজার রিয়াল জরিমানা করেন। প্রসঙ্গত, সৌদি আরবে সাইবার অপরাধে কেউ দোষী সাব্যস্ত হলে তাকে সর্বোচ্চ ১ বছরের কারাদণ্ড ও পাঁচ লাখ রিয়াল জরিমানা করার বিধান অথবা অন্য কোনো শাস্তি দেয়ার বিধান করা হয়েছে।

Comments
Loading...