Connecting You with the Truth

১ সপ্তাহেও সন্ধান মেলেনি কলেজছাত্র মামুনের

মহেশপুর প্রতিনিধি, ঝিনাইদহ:
ঝিনাইদহের মহেশপুরে নিখোঁজের ১ সপ্তাহ অতিবাহিত হলেও এখনো খোঁজ মেলেনি কলেজ ছাত্র মামুন (১৮)’র। গত ১৯ জানুয়ারি মহেশপুরে ওষুধ কিনতে গিয়ে নিখোঁজ হয় সে। নিখোঁজ মামুন মহেশপুর উপজেলার হুদা সিরামপুর গ্রামের আবু তাহেরের ছেলে এবং মহেশপুর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৯ জানুয়ারি মামুন মহেশপুরে ওষুধ কিনতে যায়। এরপর থেকে তার আর কোন খোঁজ নেই। মামুন বাড়িতে না ফেরার কারণে পিতা আবু তাহের তাদের সকল আত্মীয় স্বজন ও তার বন্ধু-বান্ধব এর বাড়িতে খোঁজ করেন। তারা মামুনের কোন সন্ধান দিতে পারে নি। এমনকি ব্যবহারকৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এরপর হঠাৎ গত ২১ জানুয়ারি তার মোবাইল থেকে মামুন তার মায়ের সাথে কথা বলেন এবং সে খুব বিপদে আছে একথা জানান। তাকে একটি বাগানের মধ্যে আটকে রাখা হয়েছে। এরপর তার মোবাইল আবার বন্ধ হয়ে যায়। এ ঘটনার পর গত ২১ জানুয়ারি আবু তাহের মহেশপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
মহেশপুর থানার ওসি লিয়াকত হোসেন জানান, এ ঘটনায় মামুনের বাবা একটি সাধারণ ডায়েরি করেছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।

হস্তক্ষেপ কামনা করেন।

Comments
Loading...