Connect with us

আন্তর্জাতিক

৩৪০০ সন্ত্রাসীর বিচার করবে পাকিস্তানের সামরিক আদালত

Published

on

আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানের সামরিক আদালতে চলতি মাসের ২১ তারিখ থেকে প্রায় ৩ হাজার ৪০০ সন্দেহভাজন সন্ত্রাসীর বিচারকাজ শুরু হবে। পাক প্রেসিডেন্ট মামনুন হোসাইন গতকাল দেশটির সংবিধানের ২১তম সংশোধনী বিল-২০১৫ এবং পাকিস্তান সেনাবাহিনী অ্যাক্ট (সংশোধনী) বিল-২০১৫ সই করায় সামরিক আদালত গঠনের আইনগত বাধা দূর হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক পাকিস্তানের এক শীর্ষস্থানীয় কর্মকর্তা দেশটির একটি ইংরেজি দৈনিককে বলেন, “সোয়াত, উত্তর এবং দক্ষিণ ওয়াজিরিস্তানে অভিযান চালিয়ে আটক ৩,০০০ সন্দেহভাজন উগ্র সন্ত্রাসীকে আটক করা হয়েছে। এ ছাড়া, দেশটির বিভিন্ন প্রদেশের সন্ত্রাসবিরোধী আদালতগুলোতে ৩০০ থেকে ৪০০ সন্দেহভাজন চরমপন্থির বিচার চলছে। এ সব মামলাও সামরিক পাঠানো হবে।” সামরিক আদালতে বিচারকাজ পরিচালনা করবে পাক সেনাবাহিনীর জাজ অ্যাডভোকেট জেনারেল বা জেএজি। আগামী দু’সপ্তাহের মধ্যেই এ সব আদালত কাজ শুরু করবে বলেও ওই কর্মকর্তা জানান। এদিকে, সেনা সূত্র থেকে জানান হয়েছে, সন্দেহভাজন সন্ত্রাসীদের বিচারের জন্য কয়টি সামরিক আদালত গঠন করা হবে তা এখনো ঠিক করা হয় নি। জাজ অ্যাডভোকেট জেনারেল বা জেএজি সুপারিশ করার পরই সামরিক আদালত গঠন করা হবে এবং এতে কোনো সময়ই নষ্ট হবে না বলে জানানো হয়েছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *