Connect with us

ঢাকা বিভাগ

আলফাডাঙ্গায় এসডিসি’র আয়োজনে বাদাম চাষের উপর কৃষক প্রশিক্ষন

Published

on

DSC00658মোঃ শাহারিয়ার হোসেন,আলফাডাঙ্গা (ফরিদপুর)প্রতিনিধিঃ ইউএসএআইডি- এর আর্থিক সহযোগিতায় (এগ্রিকালচারাল ভ্যালু চেইনস) প্রকল্পের মাধ্যমে বাদাম চাষের উন্নত কলাকৌশল সম্পর্কিত দিনব্যাপী কৃষক প্রশি∂ন ডেভেলপমেন্ট কমিটি (এস,ডিসি)এর আয়োজনে গতকাল শনিবার উপজেলার দিগনগর বাজার এলাকায় অনুষ্টিত হয়। কৃষি সম্প্রসারন অধিদপ্তর এর (সাবেক) উপ-পরিচালক (এভিসি)কৃষিবিদ সুবল কুমার সাহা প্রধান প্রশি∂ক হিসেবে কৃষকদের প্রশি∂ন দেন। এসময়(এভিসি) এর সহ-প্রশি∂ক কৃষিবিদ প্রভাষ চন্দ্র বিশ্বাস উপস্থিত ছিলেন।
অন্যান্নদের মধ্যে ছিলেন এসডিসি’র ট্রেনিং এন্ড গবেষনা বিভাগের প্রকল্প পরিচারক কাজী মশিউর
রহমান,ক্রেডিট কো-অর্ডিনেটর খন্দকার নজরুল ইসলাম,অপারেশন ম্যানেজার মোঃ শহিদুল ইসলামও মার্কেটিং অফিসার মোঃ রাশেদ আলী প্রমুখ। সার্বিক সহযোগীতায় ছিলেন (পিএসও)মোঃ খাইরুল ইসলাম। প্রশি∂নে ২৫জন বাদাম চাষি অংশনেয়। পর্যায় ক্রমে উপজেলায় ৪শ জন চাষিকে এ প্রশি∂ন দেয়া হবে বলে প্রকল্প পরিচালক জানান।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *