Connect with us

চাঁদপুর

কচুয়ায় চুরি করতে গিয়ে অস্ত্রসহ ১ যুবক আটক

Published

on

20161101_070418মফিজুল ইসলাম বাবুল,চাঁদপুর: চাঁদপুরের কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নের নুরপুর গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলামের বাড়িতে চুরি করতে গিয়ে ফাহাদ (২০) নামের ১ যুবককে অস্ত্রসহ জনতা আটক করেছে। পরে তাকে গণদোলাই দিয়ে কচুয়া থানা পুলিশের নিকট সোপর্দ করে। এ ঘটনাটি আজ মঙ্গলবার ভোর রাতে ঘটে। সরেজমিনে গিয়ে জানাযায়, গভীররাতে ফাহাদসহ সংগবদ্ধ চোর ওই বাড়ির বাউন্ডারি ওয়াল টপকিয়ে তার বাসভবনের খোলা গ্রিলের ফাঁক দিয়ে হাত ঢুকিয়ে দরজার ছিটকারি খুলে ভিতরে প্রবেশ করে। চেয়ারম্যানের স্বয়ন কক্ষের তোশকের নিচে থাকা চাবি বের করে ষ্টীলের আলমিরা খুলে নগদ প্রায় দেড় লক্ষ টাকা ও একটি মোবাইলসহ ৪ ভরি ওজনের স্বর্নালংকার নিয়ে যাওয়ার মূহুর্তে চেয়ারম্যানের স্ত্রী টের পেয়ে চোর চোর বলে চিৎকার দিলে চোর চক্র বাড়ি থেকে বের হয়ে পড়ে। চোর চোর চিৎকার শুনে আশ-পাশের লোকজন জাগ্রত হয়ে চোর ধরতে বেরিয়ে আসে এবং খিলা পাটোয়ারী বাড়ির নিকট চোর চক্রের মধ্যে ফাহাদ নামের ওই যুবককে জনতা একটি ধারালো ছোরাসহ আটক করে গণধোলাই দেয়। অতপর পুলিশকে খবর দিয়ে ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশের জিজ্ঞাসা বাদে ফাহাদ তার সাথে থাকা অন্যান্য চোর চক্রের নাম পরিচয় প্রকাশ করেছে। এ ব্যাপারে কচুয়া থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলা নং- ০১। মামলার তদন্তকারী অফিসার মাহাবুব জানান- ফাহাদ ছাড়াও চুরির সাথে জড়িত অন্যান্যদের নাম পরিচয় আমরা পেয়েছি। মামলার তদন্ত ও গ্রেফতারের স্বার্থে তাদের নাম প্রকাশ করা যাচ্ছে না। গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। বিডিপত্র/আমিরুল

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *