Connect with us

ঠাকুরগাঁও

ক্রিড়াই হোক মাদক দমনের হাতিয়ার -সেলিনা জাহান লিটা এমপি

Published

on

Sahinরাণীশংকৈল সংবাদদাতা:

ঠাকুরগাওয়ের রাণীশংকৈল নেকমরদ আলিমউদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে “ ক্রিকেট হোক মাদক নিরাময়ের অন্যতম হাতিয়ার ” শ্লোগানকে সামনে রেখে ভবানন্দপুর প্রিমিয়ার লীগ (ভিপিএল)’র ফাইনাল খেলায় ৩০১ আসনের এমপি মোছাঃ সেলিনা জাহান লিটা বলেন, ক্রিড়াই হোক মাদক দমনের হাতিয়ার। পড়ালেখার পাশাপাশি ক্রিড়াকে আঁকড়ে ধরতে হবে যাতে করে অন্যদিকে সময় নষ্ট করে মাদকের সাথে জড়িয়ে না পড়ে। শাহিনের পুরাতন গরুহাটি ক্রিকেট দল প্রথমার্ধে ১৫ ওভারে ১৪০ রাণ সংগ্রহ করে। দ্বিতীয়ার্ধে ৭ উইকেট হারিয়ে সবকটি বল খেলে ১৩৪ রাণ সংগ্রহ করলে আনিশুরের ছেলিয়া পাথর ইউ কে স্পোর্টিং ক্লাব ৬ রাণে পরাজিত হয়। এসময় নেকমরদ ইউপি চেয়ারম্যান মোঃ এনামুল হক, জাপা জেলা সভাপতি এ্যাডভোকেট আঃ করিম, আ’লীগ ইউপি সম্পাদক মোঃ মিজানুর রহমান, বিএনপি ইউপি সভাপতি মোঃ আবু বক্কর সিদ্দিক মানিক, বণিক সমিতির সভাপতি আঃ সালাম, শিক্ষক শাহ আলম ও হাবিবুর রহমান ও সকল ক্রিকেটাররা উপস্থিত ছিলেন। সার্বিক সহোযোগিতা ও আয়োজনে ছিলেন সোহেল রানা, মোঃ মাসুদ, রিপন, মুকুল, কায়সার, লিটন, রাজু । খেলা শেষে দু’দলের মধ্যে প্রাইজ মানি ও ট্রফি তুলে দেন প্রধান অতিথি মোছাঃ সেলিনা জাহান লিটা। মোঃ রাজু ও মোঃ সোহেল রানা খেলা পরিচালনা করেণ।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *