Connect with us

গাইবান্ধা

গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কৃষ্ণ ও সাধারণ সম্পাদক মনু

Published

on

Gobindagonj press club photoগাইবান্ধা(গোবিন্দগঞ্জ)প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের ২০১৬-১৮ বর্ষের কার্যনিবাহী কমিটির নির্বাচনে পুনরায় কৃষ্ণ কুমার চাকী (দৈনিক করতোয়া ) সভাপতি ও রবিউল কবির মনু (ইনকিলাব) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে স্থানীয় ডাকবাংলোয় প্রেসক্লাবের সভাপতি কৃষ্ণ কুমার চাকীর সভাপতিত্বে ক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রেসক্লাবের সম্মানিত সদস্য গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ, মোহাম্মদ হোসেন ফকু, মোহাম্মদ সেলিম, শাহরিয়ার খসরু লাবলু সহ সকল সদস্য উপস্থিত ছিলেন। সভায় পূর্ণাঙ্গ গঠনতন্ত্র অনুমোদন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করা হয়।
শেষে সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরেরর জন্য ১৫ সদস্য বিশিষ্ট্য কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন, সহ সভাপতি গোপাল মোহন্ত(ইত্তেফাক), রফিকুল ইসলাম মন্ডল(দিনকাল), যুগ্ম সাধারণ সম্পাদক বিষ্ণু নন্দী(রংপুরচিত্র), শাহ আলম সরকার সাজু(ভোরের কাগজ), সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন(পরিবেশ), দপ্তর সম্পাদক মোস্তফা কামাল সুমন(গোবি খবর), কোষাধ্যক্ষ খোকন আহম্মেদ(সংবাদ), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক তাহেদুল ইসলাম(দুরন্ত সংবাদ), ক্রীড়া সম্পাদক ডিপটি প্রধান, কার্যনির্বাহী সদস্য শামীম রেজা ডাফরুল(সমকাল), রফিকুল ইসলাম রফিক(জনসংকেত), এবিএস লিটন(যায়যায়দিন), এসএম কবির রাসেল(প্রভাতের আলো)।
সভায় প্রেসক্লাবকে গতিশীল করার লক্ষ্যে জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদকে প্রধান উপদেষ্টা, প্রখ্যাত শ্রমিক নেতা মোহাম্মদ হোসেন ফকু ও সুদিনের বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক শাহরিয়ার খসরু লাবলুকে উপদেষ্টা করে একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *