Connect with us

জাতীয়

চলছে অবরোধ, গাইবান্ধায় সেনাবাহিনীর গাড়িতে ভাংচুর, ট্রাকে অগ্নিসংযোগ

Published

on

Oborodhগাইবান্ধা প্রতিনিধি:
বিএনপির ডাকা অবরোধ কর্মসূচিতে গাইবান্ধার পলাশবাড়ি ও সাদুল্লাপুর থানা এলাকায় সেনাবাহিনীর একটি গাড়িসহ সাত-আটটি গাড়ি ভাংচুর এবং তিনটি মালবাহী ট্রাকে অগ্নীসংযোগের ঘটনা ঘটেছে। এছাড়াও দুই থানার অন্তর্ভূক্ত এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে অবরোধকারীদের ধাওয়ায় দুইটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে গেলে ট্রাকের চালক ও চালকের সহকারীসহ সাত পান ব্যবসায়ী আহত হন। গত বৃহস্পতিবার রাত থেকে গত কাল দুপুর পর্যন্ত এসব ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন পলাশবাড়ী থানার ওসি মজিবুর রহমান ও সাদুল্লাপুর থানার ওসি জিয়া লতিফুল ইসলাম। পলাশবাড়ী থানার ওসি মজিবুর রহমান বলেন, “পলাশবাড়ী উপজেলা সদরের ফিলিং স্টেশন এলাকায় রাত সাড়ে ১১টার দিকে ৮/১০ জন যুবক অবরোধের সমর্থনে রংপুর থেকে আসা বগুড়াগামী তেলের খালি ড্রামবাহী একটি ট্রাকে আগুন দেয়। এর পরপরই রাত সাড়ে ১২টার দিকে অবরোধকারীরা উপজেলা সদরের মহেশপুর ব্র্যাক মোড়ের কাঁচামাল বাজার এলাকায় ঢাকাগামী আলুবোঝাই দুইটি ট্রাক ভাঙচুর করে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। ট্রাক তিনটির চালক ও চালকের সহকারীরা লাফিয়ে প্রাণে রক্ষা পান।” পুলিশ কর্মকর্তা মজিবুর জানান, তাৎক্ষণিক পুলিশ উপস্থিত হওয়ায় ট্রাক দুটির তেমন ক্ষতি হয়নি। তিনি বলেন, “বৃহস্পতিবার গভীর রাত থেকে গত কাল দুপুর পর্যন্ত শীতকালীন মহড়ায় এ এলাকায় আসা সেনাবহিনীর একটি গাড়িসহ আরো ৬/৭টি যান অবরোধকারীরা মহাসড়কের বিভিন্ন এলাকায় ভাংচুর করেছে।” সাদুল্লাপুর থানার ওসি জিয়া লতিফুল ইসলাম বলেন, “সাদুল্লাপুর উপজেলার বত্রিশ মাইল এলাকায় অবরোধকারীদের ধাওয়ায় রাজশাহী থেকে একসঙ্গে আসা দু’টি পানবোঝাই ট্রাক উল্টে খাদে পড়ে যায়। “এতে ট্রাকের চালক ও তার সহকারীসহ সাত পান ব্যবসায়ী আহত হন।” তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। অতিরিক্ত জেলা পুলিশ সুপার মোশাররফ হোসেন জানান, অবরোধে শহরের বিভিন্ন পয়েন্টে এবং সড়কের নিরাপত্তায় বিভিন্ন মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ, র‌্যাব ও বিজিবির টহল অব্যাহত রয়েছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *