Connect with us

চাঁপাই নবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে ২০৩টি রেজিষ্ট্রেশনবিহীন মোটরসাইকেল আটক

Published

on

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : গত ২৪ ঘন্টায় চাঁপাইনবাবগঞ্জে পুলিশ ২০৩টি রেজিষ্ট্রেশনবিহীন মোটরসাইকেল আটক করেছে। সেই সঙ্গে ১৫০জনের বিরুদ্ধে মোটরযান নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।

জানাগেছে, গতকাল মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ ৬৭টি, শিবগঞ্জ থানা পুলিশ ৪০টি, গোমস্তাপুর থানা পুলিশ ৭০টি, ভোলাহাট থানা পুলিশ ৯টি ও নাচোল থানা পুলিশ ১৭টি রেজিষ্ট্রশনবিহীন মোটরসাইকেল আটক করেছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার গোলাম মোর্ত্তুজা জানান, সম্প্রতিকালে চাঁপাইনবাবগঞ্জে রেজিষ্ট্রেশনবিহীন অবৈধ মোটরসাইকেল চলাচল বৃদ্ধি পাওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এই অবৈধ মোটরসাইকেল আটক অভিযান চালানো ও মোটরযান নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হচ্ছে।

এদিকে পুলিশ সুপার বশির আহম্মদ পিপিএম জানান, যে সব মোটরসাইকেলের মালিক ইতিমধ্যে ফি জমা দিয়ে রেজিষ্ট্রেশনের জন্য বিআরটিএ’র কাছে আবেদন করেছেন সে সংক্রান্ত বৈধ কাগজপত্র দেখাতে পারলে সেগুলো মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হবে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *