Connect with us

জাতীয়

চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

Published

on

চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নতুনপাড়া সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহ¯পতিবার রাতে সীমান্ত থেকে ফারুক হোসেন (৩০) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে যাওয়ার ঘটনায় গতকাল সকালে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। তবে পতাকা বৈঠক শেষেও বাংলাদেশি গরু ব্যবসায়ী ফারুককে ফেরত দেয়নি বিএসএফ। ফারুক জীবননগর উপজেলার সদরপাড়া গ্রামের ওয়াজেদ আলীর ছেলে। চুয়াডাঙ্গা-৬ বিজিবি’র সহকারী পরিচালক সোহরাব হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। বিজিবি সূত্র জানায়, বৃহ¯পতিবার রাতে ফারুকসহ ৭-৮ জন গরু ব্যবসায়ী নতুনপাড়া সীমান্তে গরু আনতে যায়। এ সময় ভারতের বানপুর ক্যা¤েপর বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে এবং ফারুককে ধরে নিয়ে যায়। খবর পেয়ে রাতেই গয়েশপুর বিজিবি ক্যা¤েপর কো¤পানি কমান্ডার সুবেদার মহাসিন আলী ফারুককে ফেরত চেয়ে এবং এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেয়। পরে গতকাল সকালে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *