Connect with us

জাতীয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনে আগুন

Published

on

image-15180বিডিপি প্রতিবেদক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ভবন বিজনেস স্টাডিজ ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে সাত তলা ওই ভবনের ষষ্ঠ তলায় আগুন লাগে।
খবর পেয়ে সদরঘাট ও গুলিস্তান থেকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ৪০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান ফায়ার সার্ভিসের উপ পরিচালক মো. সালেহ।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা পলাশ চন্দ্র মোদক জানান, বাথরুমের পাশে ফাঁকা জায়গায় জমিয়ে রাখা ময়লা আবর্জনার মধ্যে আগুন লাগে। পরে ধোঁয়া ছড়িয়ে পড়ে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সেখানে আগুন লেগে থাকতে পারে বলে মো. সালেহর ধারণা।
জানা গেছে, ওই ভবনে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ব্যবসায় শিক্ষা অনুষদসহ বেশ কয়েকটি বিভাগের শিক্ষা কার্যক্রম চলে। ভবনের ষষ্ঠ থেকে তৃতীয় তলা পর্যন্ত ধোঁয়া ছড়িয়ে পড়লে আতঙ্ক তৈরি হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *