Connect with us

জাতীয়

জয়পুরহাটে পণ্যবাহী দুই ট্রাকে আগুন

Published

on

image_194261.agun tarkজয়পুরহাট সদরের পুরানাপৈল রেলগেট এলাকায় আলু ও চাল বোঝাই দুটি ট্রাকে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পালিয়ে গেছে দুবৃত্তরা। ক্ষতিগ্রস্থ ট্রাকের চালক আব্দুর রশিদ জানান, ঠাকুরগাঁও থেকে আলু নিয়ে আসার পথে সকাল সাতটার দিকে জয়পুরহাটের পুরানাপৈল রেলগেট এলাকায় পৌছালে হেলমেট পড়া দুইটি মোটর সাইকেলে ৬ যুবক গতিরোধ করে প্রথমে ভাঙচুর করে। পরে কেরোসিন ঢেলে ট্রাকে আগুন দেয়।

একইভাবে তার পেছনে থাকা হিলি বন্দর থেকে রাজশাহীগামী একটি চাল বোঝাই ট্রাকেও অনুরুপভাবে ভাঙচুরের পর আগুন দিয়ে যুবকরা পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নেভালেও দুইটি ট্রাকেরই ইঞ্জিণ বেশকিছু পণ্য পুড়ে যায়। এ ঘটনার পর প্রশাসনিকভাবে ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সিরাজুল ইসলাম জানান, সকাল ৭টার দিকে চাল ও আলু বোঝায় ২টি ট্রাক ওই স্থানে পৌঁছালে ২টি মোটরসাইকেলে করে ৫/৬ জনের একদল দুর্বৃত্ত এসে ট্রাক দুইটির গতিরোধ করে। চালকরা ট্রাক থামানোর সঙ্গে সঙ্গে দুর্বৃত্তরা ওই  ট্রাক দুইটিতে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *