Connect with us

জয়পুরহাট

জয়পুরহাটে শিক্ষার্থীদের মাঝে পাঠ্য বই বিতরন

Published

on

আবু রায়হান, জয়পুরহাটঃ
জয়পুরহাটে প্রাথমিক, এবতেদায়ী, মাধ্যমিক, মাদ্রাসা ও ভোকেশনাল পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে পাঠ্য বই বিতরন শুরু হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় জয়পুরহাট সরকারী রামদেও বাজলা উচ্চ বিদ্যালয় মাঠে এই বই বিতরন উৎসবের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য এ্যাডঃ সামছুল আলম দুদু।এ উপলক্ষে এক সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, অতিরিক্ত জেলা প্রাশাসক মুনিরুজ্জামান, জেলা শিক্ষা অফিসার ইব্রাহিম খলিলুল্লাহ ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এসএম সোলায়মান আলী।

জয়পুরহাট জেলায় এবার প্রাথমিক পর্যায়ে ৭শ ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৯১ হাজার ৮শ ৫৭জন শিক্ষাথীর মাঝে ৪ লাখ ৩৪ হাজার ৪শ ৩১টি বই এবং মাধ্যমিক,মাদ্রাসা, ভোকেশনাল, ইবতেদায়ী পর্যায়ে ৩শ ৪৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১লাখ ১১হাজার ৩শ ৩৫জন শিক্ষাথীর মাঝে ১৪ লাখ ২০ হাজার ৯শ ৯টি পাঠ্য বই বিতরন করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ঠ কর্মকর্তারা।

উল্লেখ্য পিএসসি পরীক্ষায় সারা দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে জয়পুরহাট জেলা। আর জেলার মধ্যে প্রথম হয়েছে জয়পুরহাট সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়। এ বছর জেলার পাশের হার শতকরা ৯৯.৭৪ ভাগ।

এবার এ স্কুল থেকে দু’শ জন পরীক্ষা দিয়ে পাশ করেছে সকলেই আর জিপিএ ৫ পেয়েছে ১২০ জন এ বিদ্যালয়ের শিক্ষার্থী, জয়পুরহাট জেলায় ৬০০ নাম্বারের মধ্যে ৫৯৪ নাম্বার পেয়ে প্রথম স্থান অধিকার করেছে জয়পুরহাট জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রফিকের একমাত্র মেয়ে রৌফিকা নুর রামিশা রাফা। ভাল ফলাফল করায় স্কুলের শিক্ষার্থী, অভিভাবকসহ শিক্ষকরা বেশ খুশি। ভবিষ্যতে আরো ভাল ফলাফল করার ইচ্ছা তাদের।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *