Connect with us

আন্তর্জাতিক

ডগলাস ম্যাকআর্থার ম্যাককেইন (৩৩) ইসলামিক স্টেটের পক্ষে লড়তে গিয়ে নিহত

Published

on

201482761135664734_20ইসলামিক স্টেটের পক্ষে লড়তে গিয়ে সিরিয়ার প্রাণ হারিয়েছেন এক মার্কিন নাগরিক। 

বুধবার ডগলাস ম্যাকআর্থার ম্যাককেইনের (৩৩) মৃত্যুর খবর নিশ্চিত করে হোয়াইট হাউজ। 

তাকে প্রতিশ্রুতিশীল র‌্যাপ গায়ক উল্লেখ করে মার্কিন সংবাদমাধ্যম জানায় প্রায় এক দশক আগে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে মুসলিম হন ম্যাককেইন।

সিরিয়ায় বাশার বিরোধী অপর বিদ্রোহী গ্রুপ জাবাথ আল নুসরা ফ্রন্টের বিরুদ্ধে লড়াইয়ের সময় তিনি নিহত হন বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ্।

হোয়াইট হাউজের পক্ষে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্রী কেইটলিন হেইডেন এক বিবৃতিতে ম্যাকআর্থার মাককেইনের মৃত্যুর খবরটি নিশ্চিত করেন।

তার সিরিয়া গমন ও প্রাণহানির বিষয়টি বর্তমানে মার্কিন তদন্ত সংস্থা এফবিআই তদন্ত করছে। ম্যাককেইনের পরিবারের সঙ্গে বর্তমানে যোগাযোগ রাখছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের হিসেব মতে সিরিয়ায় বর্তমানে ৫০টি দেশের ১২ হাজার বিদেশি যোদ্ধা বিভিন্ন গ্রুপের পক্ষে লড়াই করছে। 

এর আগে গত মে মাসে সিরিয়ার ইদলিব প্রদেশে আত্মঘাতী মিশনে প্রাণ হারান ২২ বছর বয়সী ফ্লোরিডার বাসিন্দা।

এছাড়া সিরিয়ায় গিয়ে বিদ্রোহীদের সহায়তা করার পরিকল্পনার জন্য গত জুলাই মাসে ডেনভারের এক নারীকে গ্রেফতার করে মার্কিন কর্তৃপক্ষ।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *