Connect with us

আন্তর্জাতিক

তুরস্কের সাবেক স্বৈরশাসক কিনানের মৃত্যু

Published

on

040420141244090073806_3আন্তর্জাতিক ডেস্ক:

তুরস্কের সাবেক স্বৈরশাসক কিনান ইভরেন ৯৭ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার আঙ্কারার একটি হাসপাতালে সাবেক এই প্রেসিডেন্টের মৃত্যু হয় বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে। ১৯৮০ সালের ১২ সেপ্টেম্বর নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করেন তৎকালীন সেনা জেনারেল কিনান। ১৯৮৯ সাল পর্যন্ত দেশটির প্রেসিডেন্ট ছিলেন তিনি। নয় বছরের শাসনামলে ছয় লাখ নাগরিককে বন্দি এবং ‘নিজের ক্ষমতার জন্য হুমকি’ এমন ৫০ জনকে ফাঁসি দিয়েছিলেন তিনি। অভ্যুত্থান ও দমন-পীড়নের দায়ে গত বছর এক বিচারে তুরস্কের একটি আদালত সাবেক এই স্বৈরশাসককে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। গণভোটে তুরস্কের সংবিধান পরিবর্তন করে এই বিচারের ব্যবস্থা করা হয়। তুরস্কের সব রাজনৈতিক দল ছিল কিনানের দমন-পীড়নের লক্ষ। বামপন্থি দলগুলোসহ অন্যান্য নেতৃত্বস্থানীয় দলগুলোকে নিষিদ্ধ করেছিলেন তিনি। ২০১২ সাল থেকে গুরুতর অসুস্থ ছিলেন কিনান। অসুস্থতার কারণে বিচার চলাকালে আদালতে হাজির করা হয়নি তাকে। তুরস্কের সাবেক স্বৈরশাসকদের বিচার করতে ২০১০ সালে গণভোটের মাধ্যমে সংবিধানে সংশোধনী আনে বর্তমানে ক্ষমতাসীন একে পার্টি। ভোটে সেনা শাসকদের বিচারের পক্ষে বিপুল সাড়া মেলে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *