Connect with us

দিনাজপুর

দিনাজপুরে জেএমবি’র ৩ সদস্য গ্রেফতার

Published

on

JMB_Dinajpur

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে জিহাদী বইসহ জেএমবি’র ৩ সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় তাদের ১৯টি তাজা ককটেল, বিস্ফোরক দ্রব্য, গান পাউডার উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন- সাতক্ষিরা জেলার তালা উপজেলার ভাংগুলিতা গ্রামের আমজাদ হোসেন মন্ডলের ছেলে মনিরুজ্জামান মনির (৩০), ঠাকুরগাঁও জেলা সদরের দানাহার গ্রামের আব্দুল খালেকের ছেলে শাহিনুর ইসলাম (২২) ও দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার পলাশবাড়ি আখতারের বাজার এলাকার মকবুল হোসেনের ছেলে আসাদুজ্জামান (২৪)।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম জানান, শুক্রবার ভোর পৌনে ৪টায় দিনাজপুর শহরের উত্তর রামনগর মদিনা মসজিদ মোড় এলাকার রাস্তায় এক মোটর সাইকেলে (দিনাজপুর-হ-১১-৯৩০২) ৩ জন যাওয়ার পথে পুলিশ তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১৯টি তাজা ককটেল, বিস্ফোরক দ্রব্য, গান পাউডার,জিহাদী বই, ৫টি মোবাইল ফোন। আটক ৩ জন জেএমবি সদস্য বলে পুলিশের ধারনা।
তরা বড় ধরণের কোন নাশকতা করার উদ্দেশ্যেই কোথাও যাচ্ছিলো। আটককৃতদের দুপুরের জেল-হাজরে প্রেরণ করা হয়েছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *