Connect with us

জাতীয়

নববর্ষের শুভেচ্ছায় তারানাকে দেওয়া হোল ‘কাফনের কাপড়’

Published

on

taranaবিডিপি ডেস্ক: নববর্ষের শুভেচ্ছা হিসেবে র‌্যাপিং পেপারে মুড়ানো কাফনের কাপড়, আতর, গোলাপজল ও প্রাণনাশের হুমকি পেয়েছেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিম। বুধবার বিকালে অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তি প্রতিমন্ত্রীর বাসভবনে এই উপহার প্যাকেট দিয়ে চলে যায়।
তারানা হালিম বলেন, “আমি তখন বাসায় ছিলাম না, আমাকে ফোন করে জানানো হলো নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মেয়রের নামে নববর্ষের শুভেচ্ছা হিসেবে একটি প্যাকেট পাঠিয়েছে।”
কোন ধরনের উপহার নেওয়ার বিষয়ে বাসভবনের নিরাপত্তাকর্মীদের নিষেধ করা রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, “নিরাপত্তাকর্মীরা জানায়, দুইজন একটি প্যাকেট নিয়ে এসে তাদের হাতে দিয়ে বলে নারায়ণগঞ্জের মেয়র পাঠিয়েছেন- তাদের মোটর সাইকেল বাইরে রেখে এসেছে, মোটরসাইকেলটি দেখে আসার কথা বলে তারা আর আসেনি।
“নিরাপত্তাকর্মীরা ওই ব্যক্তিদের পরে খুঁজতে গিয়ে না পেয়ে আমার বাসার গৃহকর্মীকে ফোন দিয়ে জানালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়রের কথা শুনে তা রাখতে বলি।”
তবে তৎক্ষণাৎ সন্দেহ হওয়াতে ফোনে প্রতিমন্ত্রী তারানা প্যাকেটটি খোলার জন্য নিরাপত্তাকর্মীদের নির্দেশ দেন।
“নিরাপত্তাকর্মীরা সেটি খুলে দেখে ‘কাফনের কাপড়’, আতর, গোলাপজল এবং সাথে একটি চিড়কূট রয়েছে। চিরকুটে লিখা আছে ‘এবার তোমার পালা, মৃত্যুর জন্য প্রস্তুত হও’।”
তারানা হালিম বলেন, “এসব ‍হুমকিতে ভয় পাই না, ছাত্রজীবন থেকে রাজনীতি করে আসছি।” এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হবে বলেও জানান এক সময়ের এই আইনজীবী। এর আগে গত বছর সেপ্টেম্বরে অনিবন্ধিত মোবাইল সিম বন্ধের প্রক্রিয়া নিয়ে টেলিফোনে ‘হুমকি’ পাওয়ার কথা জানিয়েছিলেন সাংস্কৃতিক অঙ্গণ থেকে রাজনীতিতে আসা তারানা হালিম। হুমকিতে বলা হয়েছিল, “অবৈধ ভিওআইপি ও সিম বন্ধে আপনি আরও ধীরে চলুন। এসব নিয়ে বেশি লাফালাফি করবেন না।“

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *