Connect with us

দেশজুড়ে

পঞ্চগড়ের দেবীগঞ্জে ১৪ বছরের সাজা প্রাপ্ত আসামি গ্রেফতার

Published

on

দেবীগঞ্জ প্রতিনিধি : পঞ্চগড় জেলার দেবীগন্জ উপজেলার আশরাফুল(৪৫)নামের এক ১৪বছরের সাজা প্রাপ্তআসামিকে দেবীগন্জ থানার পুলিশ গ্রেফতার করেছে। মামলার আদেশ নামা হতে পাওয়া তথ্যে যানা যায় ২০১২ সালের ১২ই জুন শাবনাজ নামের (১০)একমেয়ে মাদরাসায় যাওয়ার পথে আশ্রাফুল (৪৫) পিতা আক্তার আলি গ্রাম আলিয়ার খা ফুলবাড়ী  তার মুখ চেপে পাট ক্ষেতে নিয়ে ধর্ষনের চেষ্টাকরে। মেয়েটির চিৎকারে এলাকার লোকজন তাকে উদ্ধার করে। পরেঐদিনি মেয়ের বাবা দেবীগঞ্জ থানায় একটি শিশুওনারী নির্যতন মামলা করে। মামলটি দীর্ঘদিন চলার পরেগত ২৫শে মে ২০১৪ আসামি পলাতক অবস্থায় নারীওশিশু নির্যাতন দমন ট্রাইবুনাল২আশরাফুলকে শশ্রম কারাদন্ডও ৫০০/ অর্থদন্ড করে। সাজা হওয়ার পরেও আসামি আত্বসমারপন নাকরায় ওসি ভবানি (তদন্ত) র একটি দল তাকে গ্রেফতার করে তাকে জেলহাজতে পাঠায়।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *