Connect with us

পঞ্চগড়

পঞ্চগড়ের বিলুপ্ত ছিটমহলের হতদরিদ্র নারীরা পেল ছাগল

Published

on

পঞ্চগড় : জেলা সদরের বিলুপ্ত গারাতি ছিটমহলের হত দরিদ্র নারীদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়েছে।বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন-বিএনএফ’র আর্থিক সহায়তায় ৩০ জন দরিদ্র নারীর মাঝে দুইটি করে মােট ৬০টি দেশী জাতের ছাগল হস্তান্তর করা হয়।

এ উপলক্ষে রবিবার দুপুরে হাড়িভাসা ইউনিয়ন সমাজ কল্যাণ ফেডারেশন মাঠে উপকারভাগিদের সমাবশে ও সমাপনী অনুষ্ঠানের আয়াজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসব উপস্থিত ছিলেন সমাজসেবা অফিসের উপ পরিচালক অনুরদ্ধ কুমার রায়। ইউনিয়ন ফেডারেশনের চেয়ারম্যান সোলায়মান আলীর সভাপতিত্ব অনুষ্ঠান বক্তব্য দেন হাড়িভাসা ইউনিয়ন পরিষদের নারী সদস্য ও ফেডারেশনের ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন, ফেডারেশনের সাধারণ সম্পাদক কছিম উদ্দিন প্রমূখ। ফেডারেশন চেয়ারম্যান সোলায়মান আলী জানান, বিএনএফ’র ১০ম কিস্তির আর্থিক সহায়তায় বিলুপ্ত ছিটমহলর দরিদ্র নারীদর মাঝে এসকল ছাগল বিতরণ করা হয়েছে। এর আগের ৯টি কিস্তিতে সেলাই মেশিন প্রশিক্ষণসহ সেলাই মেশিন বিতরণ, ছাগল পালন, বিলুপ্ত ছিটমহলের দরিদ্র পরিবারের মাঝে সেমিপাকা টয়লেট বিতরণ, শ্যালা মেশিন বিতরণ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।

আসাদুজ্জামান আপেল/বিডিপি

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *