Connect with us

রংপুর বিভাগ

পাটগ্রামে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

Published

on

লালমনিরহাট : “বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দুর করি।” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উদযাপন উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (২৮ আগস্ট) পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে শহীদ আফজাল মিলনায়তনের সম্মেলন কক্ষে একটি সভা অনুষ্ঠিত হয়। ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উদযাপন করা হবে।

সভায় জানানো হয়, পাটগ্রামে ২০২০-২১ অর্থবছরে ৩৬ হাজার ৬১৭ মেট্রিক টন মাছ উৎপাদন হয়েছে, যা উপজেলার চাহিদার তুলনায় ১৩ হাজার ৬৩ মেট্রিক টন কম। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে পাটগ্রাম উপজেলায় মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্য সেক্টরে সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ক প্রামাণ্য চিত্র প্রদর্শন, জেলার মৎস্য সম্পদের বর্তমান অবস্থা ও করণীয় বিষয়ক সেমিনার ও গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

এছাড়া মৎস্য চাষে সফল ব্যক্তি/চাষি/উদ্যোক্তা প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান ও মৎস্যচাষ বিষয়ে জনসচেতনতামূলক প্রচারণা চালানো হবে।সভায় জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল মৎস্য সপ্তাহ উদযাপন বিষয়ক তথ্য পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করেন।

হাসিবুল ইসলাম/বিডিপি

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *