Connect with us

ঢাকা বিভাগ

ফরিদপুর-সালথা মহাসড়কের কাজ শীঘ্রই শুরু হবে

Published

on

road pic (2)

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুর- সালথা ও মোকসেদপুর মহা সড়কের কাজ খুব শীঘ্রই শুরু হবে। ইতিমধ্যেই ১০ কিলোমিটার সড়কের টেন্ডার কার্যক্রম সম্পন্ন হয়েছে। বদরপুর থেকে সালথা হয়ে মোকসেদপুর পর্যন্ত ৪১ কিলোমিটার এই জেলা সড়কটি নির্মাণ কাজে ১শ’ ৭ কোটি টাকা ব্যায় হবে। নির্মাণ কাজটি শেষ করতে প্রায় ২ বছর সময় লাগবে।

ফরিদপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম জানান, বদরপুর থেকে সালথা হয়ে মোকসেদপুর পর্যন্ত ৪১ কিলোমিটার এই জেলা সড়কটি নির্মাণ কাজে প্রায় ১শ’ ৭ কোটি টাকা বরাদ্দ রয়েছে। এরমধ্যে বদরপুর থেকে ১০ কিলোমিটার সড়ক নির্মাণ কাজের টেন্ডার আগেই সম্পন্ন হয়েছে। সড়কটি সোজা করা হবে, এ জন্য একটু সময় লাগছে। আগামী ১ মাসের মধ্যে কাজ শুরু করা হবে। বাকিগুলো টেন্ডারের প্রক্রিয়া চলছে। শুরু করার পর থেকে নির্মাণ কাজ শেষ করতে প্রায় ২ বছর সময় লাগবে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *