Connecting You with the Truth

বাগেরহাটের কচুয়ায় সড়ক দুর্ঘটনায় ১ বৃদ্ধার মৃত্যু

সড়ক দুর্ঘটনা (2)কচুয়া সংবাদদাতা, বাগেরহাট: বাগেরহাটের কচুয়ায় সড়ক দুর্ঘটনায় ১ বৃদ্ধার মৃত্যু। পুলিশ জানায়, রবিবার দুপুর ১২টায় কচুয়া উপজেলার গজালিয়া ইউনিয়নের পশ্চিম বিশারখোলা গ্রামের নরেন মন্ডলের স্ত্রী সুমিতা মন্ডল সড়ক দুর্ঘাটনায় মৃত্যু বরন করে। দুপুর ১২টায় সুমিতা মন্ডল জোবাই থেকে নিজ বাড়ি পশ্চিম বিশারখোলা ফেরার পথে গজালিয়া বাস স্টান্ডের নিকট ব্রীজের পাশে পৌছালে পিছন থেকে ১টি ইজিবাইক সুমিতা মন্ডলকে চাপা দিয়ে পলিয়ে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভিির্ত করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে । পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে পঠিয়েছে।

বাংলাদেশেরপত্র/ এডি/ আর

Leave A Reply

Your email address will not be published.