Connect with us

দেশজুড়ে

বেনাপোলে বাল্য বিবাহ বন্ধ, বর-ঘটক-কনের মায়ের জেল-জরিমানা

Published

on

কামাল হোসেন, বেনাপোল: বেনাপোলের শাখারীপোতা গ্রামে বাল্যবিবাহের আয়োজনের অভিযোগে শুক্রবার রাতে বর ও ঘটকের সাতদিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সালাম । এসময় কনের মায়ের এক হাজার টাকা জরিমানা করা হয়।
দন্ডপ্রাপ্তরা হলো,বেনাপোল পোর্টথানাধীন শাখারীপোতা গ্রামের ঝন্টু বিশ্বাসের ছেলে ঘটক শাহাবুদ্দিন (২৮) ও ধাণ্যখোলা গ্রামের শাহাজান আলীর ছেলে বর লিটন বিশ্বাস (২৫)।পুলিশ জানায়,বেনাপোলের শাখারী পোতা গ্রামের অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরীর বাল্যবিয়ের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আ:সালাম পুলিশের সহযোগীতা নিয়ে কনের বাড়িতে উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করে দেন। এসময় বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে বর ও ঘটককে সাতদিনের জেল ও কনের মা শিল্পী বেগমকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
বেনাপোল পোর্টথানা পুলিশের সহকারী উপ পরিদর্শক ইকবাল মাহামুদ জানান,বাল্যবিবাহের আয়োজনের অভিযোগে বর ও ঘটকের সাতদিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।আটকদের যশোর কারাগারে পাঠানো হবে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *