Connect with us

আন্তর্জাতিক

বোকো হারামের নির্বিচার গুলিতে নাইজেরিয়ায় নিহত দু’হাজার

Published

on

আন্তর্জাতিক ডেস্ক:

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বাগা ও আশপাশের এলাকায় নির্বিচারে গুলি চালিয়ে দুই হাজার মানুষকে হত্যা করেছে জঙ্গি সংগঠন বোকো হারাম। গত মঙ্গলবার বিকেলের দিকে বোকো হারাম সদস্যরা বাগা গ্রামে প্রবেশ করে নির্বিচারে গুলি চালায় ও বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়। তাদের এ ধ্বংসযজ্ঞ চলে বুধবার পর্যন্ত। এতে অন্তত দুই হাজার মানুষের প্রাণহানি হয়। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, বোকো হারামের ওই তাণ্ডবের পর রাস্তায় রাস্তায় মানুষের মরদেহ পড়ে থাকতে দেখা গেছে। অন্তত বিশ হাজার মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়েছেন।  গত শনিবার বোকো হারাম সদস্যরা বাগায় প্রবেশ করে। এরপর তারা আশপাশের ১৬টি গ্রাম ও শহরে নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করে। বুধবার তারা বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়। এদিকে, বোকো হারামের বিরুদ্ধে শনিবার (১০ জানুয়ারি) থেকে অভিযান শুরু হয় বলে জানিয়েছে নাইজেরিয়া সরকার। গত ছয়মাসে নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বিভিন্ন শহর ও গ্রাম দখলে নিয়েছে বোকো হারাম। ২০০২ সালে উত্থান হওয়া সংগঠনটি এখন নাইজেরিয়ার দক্ষিণাঞ্চল দখলে অগ্রসর হবে বলে ধারণা বিশেষজ্ঞদের।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *