Connect with us

দেশজুড়ে

বড়াইগ্রামে মালিপাড়া রোড মেরামতের দাবিতে মানববন্ধন

Published

on

27.08.2016 MALIPARA Rodবড়াইগ্রামে মালিপাড়া রোড মেরামতের দাবিতে মানববন্ধন করেন এলাকাবাসি।

সাইফুর রহমান, বড়াইগ্রাম(নাটোর)প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে মালিপাড়া রোড মেরামত ও রোডটিতে ভারী মালবাহী যানবাহন চলাচল বন্ধের দাবিতে শনিবার বেলা ১১টায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। শ্রমিক জোট, বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. তফিজুল ইসলাম পারুলের সভাপতিত্বে আয়োজিত মানব বন্ধনে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শামসুল হক, সাবেক ছাত্রলীগ নেতা প্রভাষক মো. মোয়াজ্জেম হোসেন বাবলু, উপজেলা ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) সভাপতি আব্দুল জলিল, বনপাড়া পৌর আ. লীগ নেতা মো. রেজাউল করিম মৃধা ও বনপাড়া পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক মাসুদ রানা।
নাটোর- পাবনা সড়ক সংলগ্ন বনপাড়া পৌরশহরের জিরো পয়েন্টে মালিপাড়া রোডে অনুষ্ঠিত এ মানব বন্ধনে যোগদান করে ভুক্তভোগী এলাকার শত শত মানুষ।
মানববন্ধনে বক্তাগণ বলেন, বনপাড়া পৌরশহরের জিরো পয়েন্টে থেকে মালিপাড়া বাজার পর্যন্ত প্রায় দুই কি.মি. দীর্ঘ রোডটি পৌরশহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত। প্রতিদিন কয়েক শত যানবাহন চলে রোডটিতে। মালিপাড়া, ঢুলিয়া, লক্ষীচামারী, মেরীগাছা, মানগাছা, জালোড়া ও মাঝগাঁও গ্রামবাসীর বনপাড়া পৌরশহরে প্রবেশের প্রধান পথ মালিপাড়া রোড। রোডটির বিভিন্ন স্থানে ভেঙ্গে যাওয়ায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। দ্রুত রাস্তাটি মেরামতের দাবি জানান তারা। বক্তাগণ আরো বলেন, রোডটি ইতোপূর্বে ভালো থাকলেও মালিপাড়া গ্রামে অবস্থিত আফতাব ফিড লিঃ এর উৎপাদন কার্যে ব্যবহৃত মিলের কাঁচামাল ও উৎপাদিত দ্রব্যসামগ্রী বহনের যানবাহনে ওভারলোড দেওয়ায় রোডটি যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *