Connecting You with the Truth

ভৈরবে গাড়িতে অগ্নিসংযোগ মামলার ২ আসামি গ্রেফতার

ভৈরব প্রতিনিধি:
ভৈরবে পুলিশের হাতে চলনবিল গাড়িতে অগ্নিসংযোগ মামলার ২ আসামিকে গ্রেফতার করেছে ভৈরব থানা পুলিশ।
ভৈরব থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবু তাহের এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে গত কাল ২৫ ফেব্র“য়ারি দুপুর ১২টা ৩০ মিনিটে তাদেরকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলো, ভৈরব পৌর শহরের পঞ্চবডি এলাকার হাজী জয়নাল আবেদীনের পুত্র রাজন (২৭) ও ভৈরবপুর দক্ষিণপাড়া এলাকার সামসু মিয়ার পুত্র শাকিল (৩২)।
এ ব্যাপারে ভৈরব থানার অফিসার ইনচার্জ বদরুল আলম তালুকদার জানান, গত ২০ জানুয়ারি ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের ১৫তম দিনে ভৈরব থানার প্রধান ফটকের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে চলনবিল বাসে অগ্নিসংযোগ এর ঘটনায় তাদের আসামি হিসেবে গ্রেফতার করা হয়।

Comments