Connect with us

দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ সরকারি ঔষধসহ গ্রেপ্তার ১

Published

on

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের সরকারি ঔষধসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে পৌর এলাকার পশ্চিম পাইকপাড়ার অভিলাস নামক একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতের নাম মো. এমদাদ হোসেন (৫০)। সে সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের চিলোকুট গ্রামের মরহুম মোবারক হোসেনের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যার পর সদর মডেল থানার সহকারি পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষের নেতৃত্বে পুলিশ এমদাদের পাইকপাড়ার ভাড়া বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সরকারি ঔষধসহ তাকে গ্রেপ্তার করে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস বলেন, তার বাসা থেকে উদ্ধারকৃত ঔষধ দুটি মাইক্রোবাসে করে থানায় আনা হয়েছে। উদ্ধারকৃত ঔষধের মধ্যে বিভিন্ন ধরনের জন্মনিয়ন্ত্রণকারী পিল, বিভিন্ন ধরনের স্যালাইন, ইনজেকশন, সিরিঞ্জ, বিভিন্ন ধরনের ট্যাবলেট, ক্যাপসুল রয়েছে। এগুলা সবই সরকারি ঔষধ। তবে হিসেব না করে ঔষধের মূল্য বলা যাবে না বলে জানান তিনি।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *