Connect with us

দেশজুড়ে

বাঘায় গমের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে

Published

on

ভ্রাম্যমাণ প্রতিনিধি, রাজশাহী:
রাজশাহীর বাঘায় চলতি মৌসুমে গমের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। মাঠে মাঠে গমের ফলন দেখে কৃষকের মনে যথেষ্ট আশার আলো সঞ্চার হয়েছে। সহজ আবাদ, নূন্যতম সেচ, সার ও ওষুধ ব্যবহারের ফলে ব্যাপক গমের আবাদ হয়েছে উপজেলায়। সুষ্ঠুু কর্মপরিকল্পনায় মাঠ পর্যায়ে কৃষকদের মধ্যে উন্নত জাতের বীজ ও চাষাবাদ প্রযুক্তি হস্তান্তরের কারণে উপজেলায় চলতি মৌসুমে গমের আবাদে বিপ্লব ঘটাতে পারে বলে কৃষকদের ধারণা।
বর্তমানে মূল্য ভালো পাওয়ার কারণে উপজেলায় গমের আবাদ ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। চলতি মৌসুমে উপজেলার ছয়টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় ব্যাপক গমের আবাদ হয়েছে। উপজেলায় ৬ হাজার ৩৯০ হেক্টর জমিতে গমের আবাদের লক্ষ্যমাত্রার বিপরীতে চাষ হয়েছে ৬ হাজার ৪৭৫ হেক্টর জমিতে গমের আবাদ করেছেন কৃষক। লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৮০ হেক্টর বেশি জমিতে গমের আবাদ হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা ছাবিনা বেগম জানান, উৎপাদনের লক্ষ্যমাত্রা হেক্টর প্রতি তিন মেট্রিক টন ফলন আশা করা হচ্ছে। তবে মাঠে মাঠে উঠতি গমের ফলন দেখে লক্ষ্য করা যাচ্ছে আবহাওয়া অনুকূলে থাকলে এবং কৃষক ভালোভাবে মাঠ থেকে গম কেটে ঘরে তুলতে পারলে উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *