ভয়াবহ বন্যার কবলে পাকিস্তান
আন্তর্জাতিক ডেস্ক : ভয়াবহ বন্যার কবলে পড়েছে পাকিস্তান। শুক্কুর জেলা কমিশনার আব্বাস বেলচ জানিয়েছেন তার জেলাসহ, সিন্ধু প্রদেশের খাইরপুর ও নওশারহো ফিরোজ জেলার ৬ থেকে ৭ লাখ মানুষ বন্যা ঝুঁকির মধ্যে রয়েছে।
সিন্ধু নদের পানি উপচে পড়ে প্লাবিত হয়েছে কাটচা এলাকার নদী তীরবর্তী বিস্তীর্ণ অঞ্চল। একই পরিস্থিতি খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে। এই দুই প্রদেশে এরই মধ্যে ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, নিখোঁজ রয়েছে বেশ কয়েকজন। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এরই মধ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের জন্য রেললাইন, স্কুলভবনসহ উঁচু স্থাপনাগুলোতে সময়িক আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে।
সেনাবাহিনীর উদ্যোগে বাস্তুহারাদের মধ্যে খাদ্য, পানীয়সহ জরুরি ত্রাণ বিরতণ করা হচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগকে।