Connect with us

দিনাজপুর

দিনাজপুরের ঘোড়াঘাটে জমি নিয়ে বিরোধে ১ জনের মৃত্যু

Published

on

দিনাজপুর

ঘোড়াঘাট সংবাদদাতা, দিনাজপুর : দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে একজন নিহত হয়েছে। আহত হয়েছে নিহতের পিতা ও ভাই। তাদের মূমুর্ষ অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্র্তি করা হয়েছে। নিহতের নাম আরিফুল ইসলাম (২০)। সে ঘোড়াঘাট ডিগ্রী কলেজের ২য় বর্ষের ছাত্র ছিলো বলে জানা গেছে। আহতরা হলেন, নিহতের পিতা বাবলু মিয়া (৪৬) ও ভাই মাসুদ (২৬)।

ঘটনাটি ঘ টেছে, আজ বুধবার সকাল ১০টায় ঘোড়াঘাট উপজেলার ২ নং পালশা ইউপি’র দাম পাড়া গ্রামে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম.নুরুজ্জামান চৌধূরী জানান, ৪ বছর ধরে এক বিঘা জমি নিয়ে ওই গ্রামের বাবলু মিয়া’র সাথে তার চাচাতো ভাই ছামাদ আলী ও শাহজাহানের বিবাদ চলছিলো । আজ সকাল ১০টায় বাবলু মিয়া তার দু’ছেলে মাসুদ (২৬) ও আরিফুল ইসলাম (২০ কে নিয়ে বিবাদমান ওই জমিতে হাল চাষ করতে যায়। এ সময় প্রতিপক্ষরা লাঠি-সোটা ও অস্ত্র-সস্ত্র নিয়ে দলবদ্ধ হয়ে হামলা চালায়। এতে বাবলু মিয়া,আরিফুল ইসলাম ও মাসুদ গুরত্বর আহত হলে প্রতিবেশীরা তাদের ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। চিকিৎসকরা আরিফুল ইসলামকে মৃত ঘোষণা করে। আহত বাবলু ও মাসুদের অবস্থার অবনতি হলে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *