Connect with us

গাইবান্ধা

মানুষ মানুষের জন্য: সরোয়ার হোসেন বাঁচতে চায়

Published

on

Pic-01গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সদর উপজেলার মধ্য নারায়নপুর জামতলা গ্রামের সরোয়ার হোসেন (৬৫) এর বাম কিডনী অচল হয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার বাম কিডনীতে ১৯৯২ সালে পাথর ধরা পড়ে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পর্যায়ক্রমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক পর্যায়ে তাঁর চিকিৎসায় অনেক টাকা খরচ করা হলেও তাঁর উন্নত চিকিৎসার জন্য প্রায় ৬ লাখ টাকা প্রয়োজন। সহায় সম্বল বিক্রি করে চিকিৎসা ব্যয় করে বর্তমানে তার পরিবারটি অনাহার-অর্ধাহারে দিনাতিপাত করছে। কিন্তু পারিবারিক অসচ্ছলতার কারণে টাকা সংগ্রহ করা তার বা পরিবারের পক্ষে সম্ভব না। তার উন্নত চিকিৎসার জন্য সমাজের বিত্তবান, হৃদয়বান, দানশীল ব্যক্তিবর্গ ও সরকারের নিকট সহায়তার আবেদন জানিয়েছে পরিবার। সাহায্য পাঠাবার ঠিকানা- অগ্রণী ব্যাংক, গাইবান্ধা শাখার চলতি হিসাব নং ০২০০০০৮৮০০২৪৫। যোগাযোগের মোবাইল নম্বর ০১৯৬৫-৮১৬৪০৩।
উল্লেখ্য, সরোয়ার হোসেন গাইবান্ধা জেলা শহরে দীর্ঘদিন ধরে বই বান্ডিংয়ের কাজ করতো। সে গাইবান্ধা সদর উপজেলার মধ্য নারায়নপুর জামতলা গ্রামের আফতাব হোসেন নয়া মিয়ার ছেলে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *